Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২৭, ২০২৪

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় জকোভিচের, ফাইনালে সিনার-মেদভেদেভ

আরম্ভ ওয়েব ডেস্ক
অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় জকোভিচের, ফাইনালে সিনার-মেদভেদেভ

অস্ট্রেলিয়ান ওপেনে ১০বার ফাইনালে ওঠে ১০ বারই চ্যাম্পিয়ন হয়েছিলেন। অবশেষে অস্ট্রেলিয়ান ওপেন সাম্রাজ্য হাতছাড়া নোভাক জকোভিচের। ইয়ানিক সিনারের কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেন সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। অস্ট্রেলিয়ান ওপেনে টানা ৩৩ ম্যাচ জেতার পর হারের মুখে পড়তে হল।

 

সেমিফাইনালে শুরু থেকেই দাপট দেখান ইতালির ইয়ানিক সিনার। প্রথম দুটি সেটে ৬-১ ও ৬-২ ব্যবধানে জকোভিচকে উড়িয়ে দেন। তৃতীয় সেটে নিশ্চিত হারের মুখ থেকে ফিরে আসেন জকোভিচ। টাইব্রেকারে ৭-৬ (৮-৬) জিতে ব্যবধান কমান। এই সময় মনে হচ্ছিল অভিজ্ঞতা কাজে লাগিয়ে ম্যাচে ফিরে আসবেন জকোভিচ। অতীতে এরকম বহু উদাহরণ দেখা গেছে। প্রথম দুটি সেট হেরেও ম্যাচ জিতেছেন। সিনার কিন্তু এদিন জকোভিচকে সেই সুযোগ দেননি। চতুর্থ সেটে ৬-৪ ব্যবধানে জকোভিচকে হারিয়ে জীবনের প্রথম গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে পৌঁছে যান সিনার। ইতালির প্রথম খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে সিঙ্গেলস বিভাগের ফাইনালে উঠলেন সিনার। বিশ্বের এক নম্বর তারকাকে হারিয়ে এক নতুন ইতিহাস তৈরি করলেন। ফাইনালে সিনারের সামনে মেদভেদেভ।

 

দ্বিতীয় সেমিফাইনালে তীব্র উত্তেজনা পূর্ণ ম্যাচে জেরেভকে ৫-৭ ৩-৬ ৭-৬ (৭-৪),৭-৬ (৭-৫), ৬-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছেন মেদভেদেভ। বিশ্বের দু’নম্বর খেলোয়াড় কার্লোস আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন জেরেভ। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে দারুন শুরু করেছিলেন। প্রথম দুটি সেট জিতেও নেন। কিন্তু তৃতীয় সেটে দারুণভাবে লড়াইয়ে ফিরে আসেন মেদভেদেভ। যদিও বিনা যুদ্ধে ১ ইঞ্চি জমি ছাড়েননি জেরেভ। তৃতীয় ও চতুর্থ সেট টাইব্রেকারে দিয়ে যান। যদিও টাইব্রেকারে গিয়ে শেষ রক্ষা হয়নি পঞ্চম ও নির্ণায়ক সেটে। মেদভেদেভ অবশ্য জেরেভকে দাঁড়াতে দেননি। ৬-৩ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে যান। এই নিয়েই তৃতীয়বারের জন্য ফাইনালে অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে উঠলেন মেদভেদেভ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!