- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১৭, ২০২৪
কঠিন লড়াই করে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে জকোভিচ
অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে পৌংছে গেলেন বিশ্বের এক নম্বর তারকা ও প্রতিযোগিতার শীর্ষ বাছাই নোভাক জকোভিচ। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তিনি হারিয়েছেন আলেক্সি পপিরিনকে। পপিরিনের বিরুদ্ধে জকোভিচের জয় সহজে আসেনি। ২০০তম হার্ড কোর্টের ম্যাচ জিততে রীতিমতো ঘাম ঝড়াতে হয়েছে এই সার্বিয়ান টেনিস তারকাকে। ৩ ঘন্টা ১১ মিনিটের কঠিন লড়াইয়ে ৬–৩, ৪–৬, ৭–৬ (৭–৪), ৬–৩ ব্যবধানে জেতেন জকোভিচ।
প্রথম সেটে দারুণভাবেই শুরু করেছিলেন জকোভিচ। ২৪ বারের এই গ্র্যান্ডস্লাম বিজয়ী প্রথম সেটে ৬–৩ ব্যবধানে উড়িয়ে দেন পপিরিনকে। দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান পপিরিন। ৬–৪ ব্যবধানে জিতে সমতা ফেরান। তৃতীয় সেটেও তুল্যমূল্য লড়াই করেন। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৭–৬ (৭–৪) ব্যবধানে বাজিমাত করেন জোকার। চতুর্থ সেটে অভিজ্ঞতা কাতে লাগিয়ে ৬–৩ ব্যবধানে জিতে তৃতীয় রাউন্ডে পৌঁছে যান জকোভিচ। এই নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে ৯১টি ম্যাচ জিতলেন এই সার্বিয়ান টেনিস তারকা। টানা জিতেছেন ৩০টি ম্যাচ।
জকোভিচের মতো তৃতীয় রাউন্ডে উঠেছেন স্টেফানে সিতসিপাসও। জর্ডান থম্পসনের বিরুদ্ধে প্রথম সেটে ৪–৬ ব্যবধানে হেরেও দারুণ ভাবে ম্যাচে ফিরে আসেন তিনি। বাকি তিন গেমে সিতসিপাস জেতেন ৭–৬, ৬–২, ৭–৬ ব্যবধানে। ১৭ নম্বর বাছাই ফ্রান্সেস টিয়াফোকে ৬–৪, ৬–৪, ৭–৬ ব্যবধানে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন টমাস ম্যাচাক।
❤ Support Us