- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৩, ২০২৪
গুলি চালিয়ে দিল্লিতে বেসরককারি হাসপাতালের চিকিৎসককে খুন

কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার দু’মাসও অতিক্রান্ত হয়নি। এর মধ্যেই আবার চিকিৎসক খুনের ঘটনা ঘটল। তবে এবার আর কলকাতায় নয়। দিল্লির জৈতপুরের একটা বেসরকারি হাসাপাতালে বুধবার রাতে ৫৫ বছর বয়সী একজন চিকিৎসককে গুলি করে হত্যা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে দিল্লির জৈতপুরের নিমা হাসপাতাল। হাসপাতাল কর্মীরা জানিয়েছেন, গভীর রাতে দুই কিশোর হাসপাতালে পৌঁছয়। দুই কিশোরের মধ্যে একজন তার আহত পায়ের আঙুলের ড্রেসিং করানোর কথা বলে। ড্রেসিং শেষ হওয়ার পরে কিশোররা একটা প্রেসক্রিপশন চায় এবং ইউনানি মেডিসিনের চিকিৎসক ডাঃ জাভেদ আখতারের কেবিনে যায়। কয়েক মিনিট পর নার্সিং স্টাফ গাজলা পারভীন ও মোঃ কামিল গুলির শব্দ শুনতে পান। তাঁরা দ্রুত ডাক্তারের কেবিনে গিয়ে দেখেন তাঁর মাথা থেকে রক্ত ঝরছে। হাসপাতাল কর্মীরা পুলিশকে জানিয়েছেন, আততায়ীদের বয়স ১৬–১৭ বছর হতে পারে।
পুলিশ মনে করছে, চিকিৎসকে খুন করার জন্যই আগের রাতে ওই দুই আততায়ী হাসপাতাল পরিদর্শন করেন। ঘটনার তদন্ত শুরু করেছে জৈতপুর থানার পুলিশ। সন্দেহভাজনদের শনাক্ত করতে পুলিশ হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। এদিকে দিল্লি হাসপাতালে চিকিৎসক হত্যার ঘটনা নিয়ে সরব আম আদমি পার্টি। তারা রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্র এবং লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা তীব্র সমালোচনা করেছে।
আপ নেতা ও দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ এক্স–এ লিখেছেন, ‘দিল্লি অপরাধের কেন্দ্র হয়ে উঠেছে। গ্যাংস্টাররা সহজে কাজ করছে। তোলাবাজি থেকে শুরু করে গুলি চালানো এবং খুন এখন দিল্লির নিত্যদিনের ঘটনা। কেন্দ্রীয় সরকার এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নর দিল্লির জন্য তাদের মৌলিক কাজে ব্যর্থ হয়েছে। দিল্লি পুলিশ কেন্দ্রকে রিপোর্ট করে, দিল্লি সরকারকে নয়।’
❤ Support Us