- ভা | ই | রা | ল
- মে ১৮, ২০২২
বাঘিনী নয়, সারমেয়-র স্নেহ-আদরেই দিব্যি বড় হচ্ছে তিনটি ক্ষুদে বাঘ, মুগ্ধ নেটদুনিয়া

মায়েক কাছ সব সন্তানই সমান । তিন-তিনটি বাঘের ছানার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে মা সারমেয়। ছোট ব্যাঘ্রশাবকগুলোকে পরমযত্নে বড় করে তুলছে সে। এই ঘটনার ভিডিওই সম্প্রতি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা গিয়েছে, একটি লাব্রাডেরের গা ঘেঁষে ঘুরে বেড়াচ্ছে তিন তিনটি বাঘের ছানা। গায়ে, পিঠে উঠে পড়ছে তারা, মুখ ঘষছে সারমেয়-মায়ের শরীরে।
চিনের একটি চিড়িয়াখানার এই দৃশ্য দেখে অবাক দর্শক থেকে শুরু করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এমনও হয়! অবাক নেটিজেনরাও। চিড়িয়াখানা সূত্রের খবর, শাবক তিনটি জন্মানোর পরেই তাদের পরিত্যক্ত করে দেয় বাঘিনী। এমনকি দুধ পর্যন্ত খাওয়াতে অস্বীকার করে। সে সময় ওই ল্যাব্রাডর কুকুরটির কাছেই আশ্রয় হয় ওই তিনটি শাবকের। অল্পদিনের মধ্যেই তাদের মা হয়ে উঠতে পেরেছে সারমেয়টি। এখন আপাতত ওই তিনটি ছানাকে ঘিরেই দিন কাটছে তার। রাতদিন তার গায়ে মাথায় উঠে পড়ছে তিন দস্যি। বিরক্ত হওয়া তো দূর, বরং পরম মমতায় তাদের আগলে রাখছে সারমেয়টি।
https://twitter.com/apieceofnature/status/1525717693004800000?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1525717693004800000%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fpublish.twitter.com%2F%3Fquery%3Dhttps3A2F2Ftwitter.com2Fapieceofnature2Fstatus2F1525717693004800000widget%3DTweet
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় হয়েছে ভিডিওটি। কুড়িয়েছে বিপুল প্রশংসা। প্রকৃতি আর মাতৃত্বের এই অদ্ভুত ম্যাজিক দেখে আবেগ ধরে রাখতে পারেননি নেটিজেনরা। এমন ঘটনা যে খুব বিরল, তা কিন্তু নয়। কিছুদিন আগে এক শিম্পাঞ্জি মায়ের গল্প ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, একটি সিংহশাবককে পরম যত্নে দুধ খাওয়াচ্ছে একটি শিম্পাঞ্জি। কপালে এঁকে দিচ্ছে আদর। ওরাংওটাংয়ের সঙ্গে তিনটি বাঘের ছানার এমন সম্পর্কের কথাও আগে দেখেছি আমরা।
আসলে ডিএনএ বা রক্তের টান নয়, সম্পর্ক গড়তে লাগে কেবল ভালবাসা। আর সেই শিক্ষাই আমাদের বারবার দেয় প্রকৃতি। যা অবোলা প্রাণীরা সহজে বুঝে নিলেও আমাদেরই বুঝি সেই শিক্ষায় ফাঁকি থেকে যায়।
❤ Support Us