- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জানুয়ারি ১৮, ২০২২
দ্বিতীয় বিবাহবার্ষিকীতে ভালোবাসার হলুদ ছুঁইয়ে দিলেন দোলন-দীপঙ্কর

২২ বছরের একসঙ্গে যাপনের পর কুড়িকুড়ির জানুয়ারি বিয়ে করেন দোলন রায় এবং দীপঙ্কর দে। আজ তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে নিজেদের হলুদে রাঙালেন দম্পতি । দোলন বেছেছেন হলুদ শাড়ি, দীপঙ্করের পরণে হলুদ সোয়েটার!
বিশেষ দিনটির ছবি ফেসবুকে শেয়ার করে দোলন রায় লিখলেন, ‘ বিয়ের সংবিধানে আজ আমাদের ২ বছর…ঈশ্বরের সংবিধানে ২৭ । সবাই কে নিয়ে ভালো থাকতে চাই । দীপঙ্করের বয়স ছিল ৭৫, দোলন ৪৯ । বয়স তাঁদের ভালোবাসার যাপনে ফ্যাক্টর নয় । দুজনেই দুজনায় বুদ ।
❤ Support Us