- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১৮, ২০২৩
টানা ১০ ম্যাচ অপরাজিত, চার্চিলের সঙ্গে ড্র করেও শীর্ষে মহমেডানের
আই লিগের অন্যতম শক্তিশালী দল গোকুলাম কেরালার কাছে আটকে যাওয়ার পর আগের ম্যাচে নামধারী এফসি–র বিরুদ্ধে জয়ের রাস্তায় ফিরে এসেছিল মহমেডান স্পোর্টিং। রবিবার আবার হোঁচট খেল সাদাকালো ব্রিগেড। চার্চিল ব্রাদার্সের কাছে আটকে গেল আন্দ্রে চেরনিশভের দল। ম্যাচের ফল গোলশূন্য। চার্চিল ব্রাদার্সের সঙ্গে ড্র করলেও টানা ১০ ম্যাচ অপরাজিত রইল সাদাকালো ব্রিগেড।
গোয়ার মাঠে চার্চিলের বিরুদ্ধে ম্যাচ হলেও রক্ষণাত্মক খেলার দিকে মনোযোগ দেননি মহমেডান কোচ আন্দ্রে চেরনিশভ। ৩ পয়েন্টের লক্ষ্য নিয়েই এদিন দল সাজিয়েছিলেন তিনি। ঘরের মাঠে চার্চিল ব্রাদার্সও দারুণ আক্রমণাত্মক মেজাজে ছিল। আক্রমণ প্রতি–আক্রমণে খেলা বেশ জমে ওঠে। কিন্তু কোনও দলই গোল করতে পারেনি। প্রথমার্ধে খেলার ফল থাকে গোলশূন্য।
গোলের জন্য দ্বিতীয়ার্ধে আরও মরিয়া হয়ে ওঠে মহমেডান। আক্রমণে ঝাঁঝ বাড়াতে ডেভিড, বেনেস্টোন ব্যারেটোদের মাঠে নামান সাদাকালো কোচ আন্দ্রে চেরনিশভ। বারবার চার্চিল বক্সে হানা দিলেও গোল তুলে নিতে পারেননি ডেভিডরা। চার্চিল ব্রাদার্সও দ্বিতীয়ার্ধে কয়েকটা সহজ সুযোগ পেয়েছিল। কিন্তু সাদাকালো গোলকিপার পদম ছেত্রী তিনকাঠির নীচে অপ্রতিরোধ্য হয়ে ওঠায় গোল পায়নি চার্চিল। ম্যাচের ইনজুরি সময়ে বক্সের মধ্যে সুবিধাজনক জায়গায় বল পেয়েও শেখ ফৈয়াজ তিনকাঠিতে বল রাখতে না পারায় ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়।
চার্চিলের কাছে আটকে গেলেও লিগ টেবিলে এখনও শীর্ষে মহমেডান। ১০ ম্যাচে ৭টিতে জিতে ও ৩টি ড্র করে ২৪ পয়েন্ট সাদাকালো ব্রিগেডের। ১ ম্যাচ বেশি খেলে শ্রীনিধি এফসি–র পয়েন্ট ২০। তারা রয়েছে দ্বিতীয় স্থানে।
❤ Support Us