Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ২৩, ২০২২

ট্রাম্পের মুখে প্রশংসার খই, পুতিন খুব বুদ্ধিমান, জিনিয়াস!

আরম্ভ ওয়েব ডেস্ক
ট্রাম্পের মুখে প্রশংসার খই, পুতিন খুব বুদ্ধিমান, জিনিয়াস!

মার্কিন প্রশাসনের ঘোষিত অবস্থানকে লঙ্ঘন করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘প্রতিভার’ প্রশংসা করলেন আমেরিকার ভূতপূর্ব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ইউক্রেনের স্বাধীনতা, অখণ্ডতা এবং গণতন্ত্রকে যে ভাবে হেয় করেছেন পুতিন, তাতে গদগদ কণ্ঠে ‘জিনিয়াস’ বলে সম্বোধন করলেন বাইডেনের পূর্বসূরী! নিজের শত্রুদের প্রায়ই ‘বিশ্বাসঘাতক’ বলে আক্রমণ করেন ট্রাম্প। বহু ক্ষেত্রেই যা ভিত্তিহীন। পুতিন আমেরিকার শত্রু, একথা কারোর অজানা নেই । বেশিরভাগ আমেরিকান তাঁকে প্রছন্দ করেন না। ট্রামও অনেক সময় তীক্ষ্ণ ভাষায় তাঁকে বিদ্রূপ করেছেন এবার সম্ভবত ব্যক্তিগত স্বার্থেই পুতিনের প্রশংসায় তিনি পঞ্চমুখ । দ্বিতীয়ত, জো বাউডেনকে হেয় করতেই পুতিনকে বাহবা দিয়েছেন ।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজেকে রুশবিরোধী শক্তিগুলির নেতা হিসেবে তুলে ধরতে চাইছেন। ঠিক এরকম মুহুর্তে পুতিনের প্রশংসা করলেন ট্রাম্প । মঙ্গলবার রেডিয়োর এক অনুষ্ঠানে তাঁর মুখে রুশ প্রেসিডেন্টের প্রশংসায় অনেকের ধারনা, ট্রাম্পের এই আচরণ মস্কোর ভালো লাগতে পারে কিন্তু পশ্চিমী মিত্রশক্তিকে উদ্বিগ্ন করে তুলবে । তাঁরা জানেন, ট্রাম্প যদি আবার হোয়াইট হাউসে ফিরে আসেন তাহলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেবে ।

ইউক্রেন-রাশিয়া অশান্তির আবহে বিরোধীরা জো বাইডেনের ভাবমূর্তি কলুষিত করার চেষ্টা করছেন । রিপাবলিকানরা বলছেন, বাইডেন দুর্বল । ইউক্রেন ইস্যুতে কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থ! ট্রাম্পও প্রকারান্তরে একথা বোঝাতে চাইছেন ।রেডিওর সংশ্লিষ্ট সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘পুতিন ইউক্রেনের একটা বড় অংশকে স্বাধীন সত্তার স্বীকূতি দিয়েছেন । এটা দারুণ খবর । উনি তো জিনিয়াস! তাঁর পদক্ষেপ খুবই স্মার্ট । ক্রমশ শান্তির দিকে এগোচ্ছেন । আমরাও আমাদের দেশের দক্ষিণ সীমান্তে এভাবে শান্তি প্রতিষ্ঠা করতে পারি । পুতিন অত্যন্ত বুদ্ধিমান। আমি ওঁকে ভীষণ ভালোভাবে চিনি।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!