Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জুন ২, ২০২২

ইমরানের ‘নগ্ন হুমকি’ নিয়ে ইমরানকে হুশিয়ারি শাহবাজের ।

আরম্ভ ওয়েব ডেস্ক
ইমরানের ‘নগ্ন হুমকি’ নিয়ে ইমরানকে হুশিয়ারি শাহবাজের ।

ইমরানের ‘নগ্ন হুমকি’-র বিরুদ্ধে ইমরানকে সতর্ক করে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি এখন তুরস্কে। চুক্তি স্বাক্ষরে ব্যস্ত। ঠিক এরকম সময়ই প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তানের সেনাবাহিনী যথাযথ সিদ্ধান্ত না নিলে পাকিস্তান ভেঙে তিন টুকরো হয়ে যাবে। ইমরানরের বক্তবের প্রতিক্রিয়ায় শাহবাজের হুঁশিয়ারি, ইমরান রাজনীতি করছেন, করুন । কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী নিয়ে কুকথা রটানোর সাহস হয় কী করে? পাকসেনারা সতর্ক । অবিভাজ্য। তিন শিবিরে বিভক্ত হবে না । দেশের অখণ্ডতা রক্ষার স্বার্থে ঐক্য বজায় রাখবে।

ইমরান জিও নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে সম্প্রতি যে বয়ান পেশ করেছেন, তাতে তাঁর সরকারি পদে থাকার অযোগ্যতা প্রমাণ করছে। ইমরানের বক্তব্য নির্লজ্জতা এবং ধৃষ্টতার দৃষ্টান্ত ।


❤ Support Us
Advertisement
2024 Debasish
Advertisement
2024 Lakshman Seth
Advertisement
error: Content is protected !!