শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
পশ্চিমবাংলার আসন্ন পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়াল উচ্চ আদালত। হাইকোর্টের রায়ে আরও বিলম্বিত হল গ্রাম বাংলার রাজনৈতিক ভাগ্য নির্ধারণের প্রক্রিয়া।
রাজ্যের বিভিন্ন জেলায় পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলো। কিন্তু কবে হবে ভোট? তা এখনও অনিশ্চিত। বুধবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশের মেয়াদ আরও বৃদ্ধি করে । ২৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। এ ব্যাপারে এখন কোনো নির্দেশিকা জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন।
গত বছর ডিসেম্বর মাসে, নির্বাচন নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাবি ছিল, আসন পুনর্বিন্যাসের আগে কোনো নির্বাচনের আয়োজন যেন না করা হয়। বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রায় দেয়, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো বিজ্ঞপ্তি যেন জারি না করা হয়। শাসক তৃণমূল অবশ্য মনে করছে, নিজেদের জনভিত্তি না থাকার জন্যই আদালতে দ্বারস্থ হয়ে নির্বাচনে বিলম্ব ঘটাচ্ছে বিজেপি।
রাজ্যে ভোট করাবার মতো উপযুক্ত পরিবেশ নেই। এ নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন বিরোধীরা। ২০১৩ ও ২০১৮ সালের ব্যাপক সন্ত্রাসের আবহে পঞ্চায়েত ভোট হয়েছিল। বিরোধী দলকে সমর্থন করবার জন্য বহু গ্রামবাসীকে সেসময় হেনস্থা হতে হয়। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন অনেকেই। নির্বাচন পরবর্তী হিংসাতেও মারা গেছেন বহু মানুষ। সে ব্যাপারে মামলাও হয়েছে আদালতে। এ আবহে উচ্চ আদালতের স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধির নির্দেশ বিরোধীদের অভিযোগকে মান্যতা দিল।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34