- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১৫, ২০২২
শাহিন আফ্রিদিকে নিয়ে আতঙ্ক ভারতের, পরামর্শ গম্ভীরের

২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। চোট সারিয়ে দলে ফিরে এসেছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। ফখর জামানও সুস্থ হয়ে ফিরে এসেছেন। এই দুই ক্রিকেটার সুস্থ হয়ে ওঠায় চিন্তামুক্ত পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে, চিন্তা বেড়ে গেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। শাহিন শাহ আফ্রিদির গতি কীভাবে সামাল দেবেন রোহিতরা, সেটাই চিন্তার। শাহিন আফ্রিদি সম্পর্কে ভারতীয় ব্যাটারদের সতর্ক করে দিয়েছেন দেশের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর।
গত বছর টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন শাহিন আফ্রিদি। পাওয়ার প্লে–র শুরুতেই রোহিত শর্মা ও লোকেশ রাহুলের উইকেট তুলে নিয়ে ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন। তাই এবছর পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতীয় ব্যাটারদের সতর্ক করে দিয়েছেন গৌতম গম্ভীর। তিনি বলেছেন, ‘শাহিন আফ্রিদিকে ভয় পেলে চলবে না। বাঁচার কথা ভাবলে চলবে না। ওর বিরুদ্ধে রান করতে হবে।’
গম্ভীর আরও বলেছেন, ‘শাহিন আফ্রিদি নতুন বলে বিপজ্জনক হয়ে উঠতে পারে। ওর বল দেখেশুনে খেলতে হবে। তবে আমার বিশ্বাস, ভারত ভাল খেলবে। কারণ ভারতীয় দলে ৩–৪ জন ভাল ব্যাটার রয়েছে, যারা অবশ্যই শাহিন আফ্রিদিকে ভালভাবে সামলাতে পারবে। শাহিনের বোলিংয়ের বিরুদ্ধে বেঁচে থাকার দিকে তাকালে হবে না। ওকে ভয় পেলে চলবে না। আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করতে হবে। ওর বিরুদ্ধে রান তোলার দিকে মনোযোগ দিতে হবে। কারণ, শাহিনের বিরুদ্ধে বাড়তি সতর্কতা দেখালেই বিপদ। উইকেটে টিকে থাকার দিকে নজর দিলেই ও মাথায় চড়ে বসবে। ব্যাকলিফট, ফুটওয়ার্ক ভাল হলেও টি২০ ক্রিকেটে বেঁচে থাকার লড়াই করা যাবে না। উইকেটে টিকে থাকতে পারবে না।’
এশিয়া কাপে চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন পাকিস্তানের এই জোরে বোলার। চোট সারিয়ে আবার দলে ফিরে এসেছেন। টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে মাঠে নামার জন্য তৈরি। ফখর জামানের সুস্থতাও ব্যাটিং অর্ডার শক্তিশালী করবে পাকিস্তানের।
❤ Support Us