Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ৭, ২০২২

‘আমাদের ব্যাপারে নাক গলাবেন না’, আল কায়দা নেতার মন্তব্যে ফুঁসে উঠলেন হিজাব কন্যা মুসকানের বাবা

আরম্ভ ওয়েব ডেস্ক
‘আমাদের ব্যাপারে নাক গলাবেন না’, আল কায়দা নেতার মন্তব্যে ফুঁসে উঠলেন হিজাব কন্যা মুসকানের বাবা

হিজাব প্রসঙ্গ আবার শিরোনামে। যদিও এবার বুধবার আল কায়দা প্রধান জাওয়াহিরির ভিডিও ঘিরে আবার সামনে এসেছে হিজাব কন্যার প্রসঙ্গ । একটি ভিডিওতে আল কায়দা প্রধানকে হিজাব বিতর্কে পরিচিত মুখ মুসকানের প্রশংসা করতে শোনা যায়। কিন্তু মুসকান খানের বাবা মহম্মদ হোসেন খান এর তীব্র প্রতিবাদ করে বলেছেন, আল কায়দা নামক কোনো জঙ্গী গোষ্ঠির সঙ্গে কোনও ভাবে তাঁর মেয়ের নাম জড়াক তা তিনি চান না। জঙ্গী গোষ্ঠির নেতার এমন অযাচিত প্রশংসায় বরং তিনি ক্ষীপ্ত।

তাঁর মেয়ের ‘প্রতিবাদ’ নিয়ে আল-কায়দা নেতা আয়মান আল-জাওয়াহিরির মন্তব্যের বিরোধিতা করে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন মহম্মদ হুসেন খান । আল-কায়দা নেতার উদ্দেশ্যে তাঁর বক্তব্য, ‘ভারতে আমরা ভাল আছি । শান্তিতে আছি । দয়া করে আমাদের ব্যাপারে নাক গলাবেন না।’

ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে হিজাব নিয়ে কর্নাটকের ছাত্রী মুসকানের প্রতিবাদ সকলের নজর কাড়ে । কলেজে ঢোকার সময় তাঁকে লক্ষ্য করে গেরুয়া কাপড় হাতে ধরে বেশ কিছু যুবক জয় শ্রীরাম ধ্বনি তোলে। মুসকানও তখন পাল্টা আল্লাহ আকবর স্লোগান দেয়। পরে কলেজ কর্তৃপক্ষ মুসকানকে কলেজে নিয়ে যায় । কলেজে হিজাব পরে প্রবেশ করা যাবে না, নির্দেশ দেওয়ার পরেও যাঁরা প্রতিবাদ শুরু করেছিল মুসকান তাঁদের মধ্যে অন্যতম ।

মুসকান এই প্রতিবাদ নজর কেড়েছে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের । খোদ আল কায়দার শীর্ষ জঙ্গি নেতা আয়মান আল-জাওয়াহিরি মুসকানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। উচ্ছ্বাস প্রকাশ করে মুসকানকে ‘ভারতের মহীয়সী’ বলে বর্ণনা করেছেন তিনি । কিন্তু মুসকানের বাবা আল-কায়দা নেতার মন্তব্যকে অনধিকার চর্চা বলেই মনে করছেন।

জাওয়াহিরির মন্তব্য প্রসঙ্গে মহম্মদ হুসেন খান বলছেন, ‘আল কায়দা নেতা যে ভিডিও প্রকাশ করেছে তাতে আমাদের কিছু এসে যায় না। আমরা এখানে সৌহার্দ এবং ভ্রাতৃত্বের সঙ্গে বসবাস করি। তাই এভাবে অশান্তি না বাঁধানোই ভাল।’ আমরা চাই না কেউ আমাদের নিয়ে কথা বলুক।

 


  • Tags:
❤ Support Us
Advertisement
2024 Debasish
Advertisement
2024 Lakshman Seth
Advertisement
error: Content is protected !!