শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
উদ্ধব মুখ্যমন্ত্রীর বাসভবন ছাড়ার পরেই সতর্কতা জারি করল রাজ্যের স্বরাষ্ট্র দফতর। আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা।
শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত আজ সকালে দাবি করেছেন যে সিন্ডে গোষ্ঠীর ২০ বিধায়কের সঙ্গে যোগাযোগ করছে দল । বিদ্রোহীদের ভাঙিয়ে সিন্ডেকে ধাক্কা দিতেই এই ছক কষছেন দলের ‘সংকটমোচক’ নেতা । তবে সঞ্জয় রাউতের এই দাবির মাঝেও ক্রমেই আরও শক্তিশালী হয়ে উঠছে সিন্ডে গোষ্ঠী। মহারাষ্ট্রের আরও তিনজন বিধায়ক বৃহস্পতিবার অসমের গুয়াহাটিতে বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ সিন্ডে এবং অন্যান্য বিধায়কদের সঙ্গে যোগ দিয়েছেন। চারজন বিধায়ক, চন্দ্রকান্ত পাতিল, যোগেশ কদম, মঞ্জুলা গাভিট এবং গুলাবরাও পাতিল গুয়াহাটির রেডিসন ব্লু হোটেলে পৌঁছানোর কয়েক ঘন্টা পরে এই ঘটনা ঘটে । এই হোটেলেই রয়েছেন সিন্ডে এবং অন্যান্য নেতারা। দলের দুই তৃতীয়াংশ সমর্থনের খুবই কাছে তাঁরা । সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শিন্ডের সঙ্গে বর্তমানে মোট ৩৪ জন শিবসেনা বিধায়ক রয়েছে গুয়াহাটির হোটেলে । তাছাড়া ৮ জন নির্দল বিধায়কও রয়েছেন তাঁর সঙ্গে ।
শিবসেনা বিধায়করা উদ্ধব ছেড়ে যোগ দিলেন সিন্ডে শিবিরে।
জানা গেছে আজ রাজ্যপালের কাছে নিজের সংখ্যার জোর দেখাতে পারেন একনাথ সিন্ডে। দলের দুই তৃতীয়াংশ সমর্থন দেখাতে রাজ্যপালের কাছে সময় চেয়েছেন একনাথ। এরপর রাজ্যপাল উদ্ধব ঠাকরেকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলতে পারেন । উদ্ধব তা করতে ব্যর্থ হলে বিজেপির সঙ্গে মিলে সরকার গঠন করতে পারেন একনাথ । বিদ্রোহী শিবসেনা বিধায়কদের নেতৃত্বে থাকা সিন্ডে বলেছেন যে তিনি শিবসেনার ৫৫ জন বিধায়কের মধ্যে ৪২ জনের সমর্থন পাবেন। তাঁর কথায়, ‘১৩ জন ছাড়া বাকি সবাই চলে আসবে।’
গতকাল চরম নাটকের মাঝেই একনাথ সিন্ডে নিজেই শিবসেনার উপর অধিকার দাবি করেছেন। উদ্ধব ঠাকরে গোষ্ঠীর জারি হুইপকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে নিজেই মুখ্য সচেতক নিয়োগ করেন একনাথ । তাঁর দাবি, কংগ্রেস এবং এনসিপির সঙ্গে শিবসেনার অপ্রকৃতস্থ জোট ভেঙে বিজেপির সঙ্গে জোট গড়তে হবে। হিন্দুত্বের ইস্যুতে সুর চড়িয়েছেন সিন্ডে।
বিজেপির কাছে বর্তমানে ১০৬ জন বিধায়ক আছেন । ২৮৭ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য বিজেপির প্রয়োজন আরও ৩৮ জন বিধায়ক । এই আবহে একনাথ সিন্ডেকে উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়ার প্রস্তাব দিয়েছে বিজেপি । আড়াই বছর আগে এই একই প্রস্তাব দেওয়া হয়েছিল অজিত পাওয়ারকেও। জানা গেছে, নয়া সরকার গঠন হলে সিন্ডে গোষ্ঠীকে ৯টি মন্ত্রক দিতে পারে বিজেপি ।
শিবসেনা নেতা একনাথ সিন্ডের বিদ্রোহের ফলে মহারাষ্ট্রে শুরু হয়েছে রাজনৈতিক সঙ্কট। এরই মাঝে ঠাকরে দক্ষিণ মুম্বাইয়ে তার সরকারি বাসভবন ‘বর্ষা’ থেকে, শহরতলির বান্দ্রায় তার পারিবারিক বাড়ি ‘মাতোশ্রী’-তে চলে আসেন গতরাতেই ।
এদিকে দিল্লি বিজেপির মুখপাত্র তাজিন্দর পাল সিং বাগ্গা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন । মুম্বইয়ের সরকারী বাসভবন থেকে তাঁর ব্যক্তিগত বাড়িতে যাওয়ার সময় সমর্থকদের সঙ্গে দেখা করে কোভিড -১৯ প্রোটোকল লঙ্ঘনের অভিযোগে করেছেন বাগ্গা।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34