Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জুলাই ১, ২০২২

রাষ্ট্রপতি পদে কী দ্রৌপদী মুর্মু? মমতার মন্তব্যে রাজনৈতিক মহলে বাড়ছে জল্পনা

আরম্ভ ওয়েব ডেস্ক
রাষ্ট্রপতি পদে কী দ্রৌপদী মুর্মু? মমতার মন্তব্যে রাজনৈতিক মহলে বাড়ছে জল্পনা

কলকাতায় ইসকনে রথযাত্রার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাষ্ট্রপতি ভোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি। বিজেপি আগে জানায়নি, তাঁরা এক আদিবাসী মহিলাকে প্রার্থী করছে। তাহলে অন্যভাবে ভাবতাম।’
আজ দুপুরে রথযাত্রা উপলক্ষে কলকাতায় ইসকনের মন্দিরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নুসরত জাহান-সহ অন্যান্যরা ছিলেন তাঁর সঙ্গে। সেখান থেকেই রাষ্ট্রপতি ভোট নিয়ে মুখ খুললেন মমতা । তিনি বলেন, আমি আদিবাসী, দলিত সবাইকে সমর্থন করি। আমার অন্যরকম সেন্টিমেন্ট কাজ করে। স্পষ্ট জানিয়েছেন তিনি, বিরোধী ঐক্যের সঙ্গেই রয়েছেন তিনি। তাঁর কথায়, ‘বিরোধী দলগুলি মিলে একটা সিদ্ধান্তে আসা হয়েছে। ফলে সবাই না বললে একা ফিরে আসা সম্ভব নয়। ‘

মমতার মতে সর্বসম্মতিতে একজন প্রার্থী হলে, তা দেশের পক্ষে ভাল হতো। এ পি জে আব্দুল কালামও আগে হয়েছেন। কিন্তু বিজেপি ফোনে কেবল আমাদের মতামত জানতে চেয়েছিল। ওদের মতামত জানায়নি। বৃহত্তর স্বার্থে, সর্বসম্মত প্রার্থী আমি সর্বদা পছন্দ করি। কিন্তু যেহেতু আমরা ১৭-১৮টা দল একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছি, তাই সকলে না বললে আমি একা ফেরাতে পারি না। আমি চাই রাষ্ট্রপতি নির্বাচন শান্তিপূর্ণ হোক।’

তৃণমূল নেত্রীর এই মন্তব্য শুনে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ‘তৃণমূলের বিজেপি বিরোধিতা এবং সদ্য প্রাক্তন সহ-সভাপতি যশবন্ত সিনহা যা মন্তব্য করেছেন, তা অত্যন্ত দুঃখজনক। তৃণমূল প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে বহিরাগত বলেছে। আমরা চেয়েছিলাম ঐক্য গড়ে তুলতে। কিন্তু তা হয়নি। ‘ এরপর দ্রৌপদী মুর্মুকে সমর্থনের জন্য তৃণমূলের সাংসদ, বিধায়কদের অনুরোধও করেন তিনি।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!