- দে । শ
- এপ্রিল ২৬, ২০২৩
প্রাক্তন মাও সুন্দরীর উদ্যোগে স্বাভাবিক জীবনে ফিরছেন জঙ্গিরা। বস্তারে অস্ত্রকে আলবিদা ৪০০ মাওবাদীর
ছত্তীশগড়ে কংগ্রেস সরকার মাওবাদীদের সমাজের মূলস্রোতে ফেরানোর প্রচেষ্টা শুরু করেছে।রাজ্য সরকারের তরফে দাবি, সাত জেলা থেকে ফি বছর গড়ে ৪০০ মাওবাদী আত্মসমর্পণ করছে । এদেরই অন্যতম মাওবাদী জঙ্গি সুন্দরী ওরফে ললিতা। ১০ বছর প্রত্যক্ষ নকশাল আমলের সঙ্গে জড়িয়ে থাকার পর, ২০১৪ সালে দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে সুন্দরী ও তাঁর স্বামী পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তারপর থেকেই বস্তারে মাওবাদী দমন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন ললিতা। বর্তমানে তিনি জেলা রিজার্ভ গার্ডে কনস্টেবল পদে নিযুক্ত। এখন মাওবাদীদের সমাজের মূলস্রোতে ফেরাতে সুন্দরী কাজ করছেন দুর্গম এলাকাগুলিতে।
সুন্দরীর অভিযোগ, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মাওবাদী)-এর মতাদর্শ সারবত্তাহীন। সংগঠনের মধ্যে নানা ধরনের বৈষম্যও বহাল। তিনি জানিয়েছেন, মাত্র ১৫ বছর বয়সে তাঁকে জোর করে মাওবাদী আদর্শে দীক্ষিত করা হয়েছিল। তিনিও আদর্শের নামে একসময়ে বিভ্রান্তির শিকার হয়েছিলেন।মাওবাদী জঙ্গি হিসেবে সুন্দরী ওরফে ললিতা নারায়ণপুর জেলায় একসময়ে অতিসক্রিয় ছিলেন। সেইসময়ে তাঁর মাথার দাম ধার্য হয়েছিল ৮ লক্ষ টাকা। অনেকের ক্ষেত্রেই এধরনের ঘটনা ঘটেছে।
সুন্দরী বলেছেন, অনেক মাওবাদী জঙ্গিই কীভাবে, কোথায় আত্মসমর্পণ করতে হবে না জানতেন না। সেকারণে ইচ্ছা থাকলেও দল ছাড়তে পারতেন না। এখন প্রত্যন্ত এলাকায় নিরাপত্তারক্ষীদের শিবির থাকায় এবং মাওবাদের বিরুদ্ধে লাগাতার সচেতনতামূলক প্রচার চলায় আত্মসমর্পণকারী মাওবাদীর সংখ্যা তুলনায় অনেকটাই বেড়েছে।
বস্তার রেঞ্জের পুলিশকর্তাদের অভিযোগ, মাওবাদীরা জল-জঙ্গল-জমির অধিকারের নামে আন্দোলনে যুব সম্প্রদায়কে বিভ্রান্ত করছে। এব্যাপারে বস্তার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল সুন্দররাজ পি বলেছেন, মাওবাদী নেতারা তেলেঙ্গানা, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশের নিরীহ যুবসমাজকে প্রলোভিত করে মাওবাদী সংগঠনে টানছে। এরপর যুব সম্প্রদায়কে ভুল বুঝিয়ে বিপথগামী করছে।রাজ্য পুলিশের দেওয়া খতিয়ান অনুযায়ী, গত ২২ বছরে পুলিশকে তথ্য সরবরাহ করার দায়ে ১৭০০জনের বেশি নিরীহ মানুষকে হত্যা করেছে মাওবাদীরা। রাজ্য সরকারের অভিযোগ, বস্তারের উন্নয়নের কাজে বাধা সৃষ্টি করছে মাওবাদীরা। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এই কৌশল অবলম্বন করেছে।
❤ Support Us