- খাস-কলম স | হ | জ | পা | ঠ
- অক্টোবর ২, ২০২৩
কোভিডের ভ্যাকসিন আবিস্কার করে চিকিৎসাশাস্ত্রে নোবেল জিতলেন কারিকো ও উইসম্যান

কোভিড ১৯ বিরুদ্ধে মোকাবিলার জন্য ভ্যাকসিন আবিস্কার করে গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছেন ক্যাটালিন কারিকো ও ড্রিউ উইসম্যান। এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তনের বিষয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য ২০২৩ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরি ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই দুই বিজ্ঞানী। সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে এদের নাম ঘোষণা করে নোবেল কমিটি।
চিকিৎসাশাস্ত্রে নোবেলজয়ী ক্যাটালিন কারিকো ১৯৫৫ সালে হাঙ্গেরির জোলনকে জন্মগ্রহন করেন। আর ড্রু উইসম্যানের জন্ম ১৯৫৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লেক্সিংটনে। দুজনই মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত।
এই দুই বিজ্ঞানীকে নোবেল দেওয়ার পেছনে জুরিদের যুক্তি, ‘আধুনিক সময়ে মানব স্বাস্থ্যের জন্য সবচেয়ে বিপজ্জনক হুমকির মধ্যে ভ্যাকসিন আবিস্কারে অভূতপূর্ব অবদান রেখেছিল।’ এবছর এই জুটিকে সম্মান জানানোর জন্য স্টকহোমের নোবেল কমিটি কয়েক দশকের পুরনো গবেষণাকে অগ্রাধিকার দেওয়ার ঐতিহ্য ভেঙে দিয়েছে। কারিকো এবং উইসম্যান এই গবেষণার জন্য ২০২১ সালে মর্যাদাপূর্ণ লাস্কার পুরস্কারসহ বেশ কয়েকটি পুরষ্কার জিতেছেন।
প্রথা অনুযায়ী প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবছর পুরো প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়তার সঙ্গে করা হয়েছে। নাম ঘোষণার আগে সংক্ষিপ্ত তালিকা কিংবা বিজয়ীদের নাম সম্পর্কে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। এদিন চিকিৎসাশাস্ত্রে নোবেল প্রাপকদের নাম জানানো হল। এরপর ৫ দিন ধরে বাকি পাঁচ বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের স্মৃতিতে চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়। ১৯০১ সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়। ১৯৬৯ সাল থেকে যুক্ত হয় অর্থনীতি। অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয় সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক।
১৯০১ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ২২৫ জনকে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। গত বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল জিতেছিলেন সুইডিশ বিজ্ঞানী সুভান্তে প্যাবো। আদিম মানুষের জিন উদঘাটন ও মানব বিবর্তনের জিন সম্পর্কিত আবিষ্কারের জন্য তিনি নোবেল জিতেছিলেন। ২০২১ সালে তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াস ও আর্ডেম প্যাটাপৌসিয়ান।
❤ Support Us