Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ২২, ২০২৩

প্লে অফে যাওয়ার মতো দল ছিল না বেঙ্গালুরু !‌ চাঞ্চল্যকর দাবি অধিনায়কের

আরম্ভ ওয়েব ডেস্ক
প্লে অফে যাওয়ার মতো দল ছিল না বেঙ্গালুরু !‌ চাঞ্চল্যকর দাবি অধিনায়কের

দলে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, মহম্মদ সিরাজ, ওয়েন পার্নেলের মতো তারকা। অথচ এবছরও চ্যাম্পিয়নের স্বপ্ন অধরাই থেকে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। গুজরাট টাইটানসের কাছে হেরে এবছর আইপিএলের প্লে অফেই উঠতে পারেনি বেঙ্গালুরু। অধিনায়ক ফাফ ডুপ্লেসির দাবি, প্লে অফে ওঠার মতো যোগ্য দল ছিল না বেঙ্গালুরু।

গুজরাট টাইটানসের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়ার পর ফাফ ডুপ্লেসি বলেন, ‘‌আমরা গোটা প্রতিযোগিতায় ধারাবাহিকতা দেখাতে পারিনি। যদি আমরা নিজেদের ভালভাবে বিশ্লেষণ করি, তাহলে তাহলে একথা বলতে পারি যে, আমরা কিন্তু প্রতিযোগিতার সেরা দলগুলোর মধ্যে ছিলাম না। শেষ পর্যন্ত প্লে অফের লড়াইয়ে টিকে থাকাটা আমাদের কাছে ভাগ্যের ব্যাপার। বেশ কয়েকটা ম্যাচে হয়তো ভাল পারফরমেন্স করেছি। কিন্তু সামগ্রিকভাবে আমরা প্লে অফে থাকার যোগ্য ছিলাম না।’‌ বোলারদের ধারাবাহিকতার অভাবেই যে ডুবতে হয়েছে, স্বীকার করে নিয়েছেন বেঙ্গালুরু অধিনায়ক।

গুজরাট টাইটানসের কাছে হেরে প্লে অফ স্বপ্ন শেষ হয়ে যাওয়ার পর ডুপ্লেসি বলেন, ‘‌শেষ ম্যাচে আমাদের ওপর অনেক প্রত্যাশা ছিল। আগের দুটি ম্যাচে আমরা যেভাবে ধারাবাহিকতা ধরে রেখেছিলাম, আশা করেছিলাম ভাল ম্যাচ উপহার দিয়ে প্লে অফে পৌঁছে যাব। আমরা জানতাম একটা কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামতে চলেছি। শীর্ষে থাকা গুজরাট টাইটানসের বিরুদ্ধে দুর্দান্ত ম্যাচ উপহার দিয়ে প্লে অফে যাওয়ার জন্য মুখিয়ে ছিলাম।’‌
শুভমান গিলই তাঁদের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে গিয়েছে। স্বীকার করে দিয়েছেন ফাফ ডুপ্লেসি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বলেন, ‘‌আমরা কিন্তু জয় থেকে খুব একটা দূরে ছিলাম না। কিন্তু শুভমান গিল অবিশ্বাস্য ইনিংস খেলে আমাদের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে গেছে।’‌ প্লে অফের ছাড়পত্র না পেলেও এবারের প্রতিযোগিতা থেকে বেশ কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন, দাবি ডুপ্লেসির।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!