Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জুলাই ১, ২০২৪

৫ জুলাই বড়ো পর্দায় আসছে ‘অরণ্য’

আরম্ভ ওয়েব ডেস্ক
৫ জুলাই বড়ো পর্দায় আসছে ‘অরণ্য’

ফেলুদা-ব্যোমকেশ বক্সীদের ভিড়ে এবার টাটকা বাতাস নিয়ে আসতে চলেছেন পরিচালক ও ক্রীড়া সাংবাদিক দুলাল দে। আসছেন ডাক্তার অরণ্য চট্টোপাধ্যায়। তবে ইনি শুধু শারীরিক রোগের চিকিৎসক নন,তাঁর আনাগোনা মানুষের মনের অন্ধকার কোনেও, যেখানে একটি অপরাধী সত্বা লুকিয়ে আছে। অনীক দত্তের পরিচালনায় ‘অপরাজিত’ ছবিতে অবিকল সত্যজিৎ রায়ের চেহারায় আবির্ভূত হয়েছিলেন জিতু কমল। এবার তিনি ‘ডিটেকটিভ।’

গোয়েন্দা অরণ্য চট্টোপাধ্যায় শুধু গোয়েন্দাও নন, তিনি আবার ফেলুদার মতো ক্রিকেট প্রেমী। ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলেন তিনি। কাহিনি অনুযায়ী একজন চিকিৎসকের আকস্মিক মৃত্যুতে ঘটনাস্থলে পৌঁছান তিনি। ঘটনাচক্রে সে মৃত্যু রহস্যের সঙ্গে জড়িয়ে পড়ে সে। এই ঘটনা নিয়ে বড় পর্দায় আগামী ৫ জুলাই মুক্তি পাচ্ছে ‘অরণ্যের প্রাচীন প্রবাদ।’গতকাল শিলাজিতের কণ্ঠে মুক্তি পেয়েছে ছবির একটি গান ‘আসছে অরণ্য।’ এ ছবিতে তিনিই সিআইডি ইন্সপেক্টর সুদর্শন হালদারের চরিত্রে। মূলত তাঁর পাল্লায়ন পড়েই গোয়েন্দাগিরিতে হাত পাকায় অরণ্য। জিতু কমল ও শিলাজিত ছাড়াও এই চরিত্রে অভিনয় করেছেন সুহোত্র মুখোপাধ্যায়, মিথিলা, সায়ন ঘোষ, লোকনাথ দে, শুভদীপ গুহ, প্রতীপ মুখোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য’র মতো অভিনেতা। অতিথি শিল্পী হিসেবে রয়েছেন কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যায়। পরিচালক রূপে দুলাল দে-র এটি প্রথম ছবি। এর আগে দেব অভিনীত ‘গোলন্দাজ’ ছবির কাহিনীকার ছিলেন তিনি। তাঁর কলমেই বাঙালি জানতে পারে প্রথম বাঙালি ফুটবলার নগেন্দ্রনাথ সর্বাধিকারীর কথা। এছাড়া বহু বাংলা ধারাবাহিকের চিত্রনাট্য লেখেন পেশায় ক্রীড়া সাংবাদিক দুলাল দে।

বাঙালির রহস্য উপন্যাসের নায়ক একাধিক। ফেলুদা, ব্যোমকেশ তো আছেই। এছাড়া তারিণী খুড়ো , প্রফেসর শঙ্কু এরাও রয়েছেন তালিকায়। আছেন পরাশর বর্মা, কর্নেল নীলাদ্রি সরকারেরাও। রহস্য কাহিনির আদি যুগের লেখক পাঁচকড়ি দে-র লেখা ‘হত্যাকারী কে?’ যে আলোড়ন সৃষ্টি করে গেছিল তা সাম্প্রতিক যুগেও তা বহাল রয়েছে। গোয়েন্দা অরণ্য চট্টোপাধ্যায় আগামী ৫ জুলাই দেখা দিচ্ছেন। তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী ”কল্কি ২৮৯৮ এ ডি’। ইতিমধ্যে ৫০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে সেটি। ফলে চ্যালেঞ্জ নিয়েই ময়দানে নামছেন ‘অরণ্য’।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!