- মা | ঠে-ম | য় | দা | নে
- আগস্ট ২৮, ২০২৩
মুম্বই গাঁট কাটিয়ে ডুরান্ড সেমিফাইনালে মোহনবাগান

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দেশের দুই সেরা দল মোহনবাগান সুপার জায়ান্ট ও মুম্বই সিটি এফসি। দুই সেরা দলের লড়াই যে অন্য মাত্রায় পৌঁছে যাবে, এটাই স্বাভাবিক। দুর্দান্ত উপভোগ্য ম্যাচে মুম্বই সিটি এফসি–কে ৩–১ ব্যবধানে হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্টস। মোহনবাগানের হয়ে গোল তিনটি করেন জেসন কামিন্স, মনবীর সিং ও আনোয়ার আলি। মুম্বইয়ের হয়ে একমাত্র গোলটি করেন মানেলো দিয়াজ।
বিগত কয়েকবছর ধরেই মুম্বই সিটি এফসি সবুজমেরুণ ব্রিগেডের কাছে শক্ত গাঁট। ডুরান্ড কাপেও গ্রুপ লিগে দারুণ ছন্দে ছিল মুম্বই। তিনটি ম্যাচ জিতে উঠে এসেছিল কোয়ার্টার ফাইনালে। শেষ আটের লড়াইয়ে মোহনবাগানের চেয়ে এগিয়ে থেকে মাঠে নেমেছিল মুম্বই সিটি। কিন্তু মাঠের লড়াইয়ে বিপক্ষকে টেক্কা দিয়ে গেলেন মোহনবাগান ফুটবলাররা। দারুণ চড়া মেজাজের ম্যাচে বাজিমাত সবুজমেরুণ ব্রিগেডের।
মুম্বই সিটি–র বিরুদ্ধে মাঝমাঠ শক্তিশালী করে দল সাজিয়েছিলেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। ম্যাচের শুরু থেকেই আক্রমণের তীব্রতা ছিল মোহনবাগান সুপার জায়ান্টসের। ৮ মিনিটে এগিয়েও যায়। আশিক কুরুনিয়ানের থ্রু বল ধরে দ্রুত গতিতে বক্সে ঢুকে পড়েন জেসন কামিন্স। নিরুপায় হয়ে এগিয়ে এসে তাঁকে ফাউল করেন মুম্বই সিটি গোলকিপার পূর্বা লাচেমপা। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করে মোহনগাগানকে এগিয়ে দেন কামিন্স।
পিছিয়ে পড়ে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে মুম্বই। বিপিন সিং, মানেলো দিয়াজরা একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসে চাপ বাড়ায় মোহনবাগান রক্ষণে। দিয়াজের একটা শট বারে লেগে ফিরে আসে। অবশেষে ২৭ মিনিটে দিয়াজের গোলে সমতা ফেরায় মুম্বই। ২ মিনিট পরই আবার এগিয়ে যায় মোহনবাগান। সামাদ আব্দুল সাহালের কর্নার হুগো বোমাস সাজিয়ে দেন মনবীর সিংকে। গোল করতে ভুল করেননি মনবীর। প্রথমার্ধের শেষলগ্নে দুই দলই আরও গোল করার সুযোগ পেয়েছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর জন্য আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মুম্বই সিটি। তার মাঝেই প্রতি আক্রমণে উঠে এসে ৫৮ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন আর্মান্দো সাদিকু। কাজে লাগাতে পারেননি। অবশেষে খেলার গতির বিরুদ্ধে ৬২ মিনিটে ব্যবধান বাড়ায় মোহনবাগান। ডানদিকে বল ধরে গোললাইনের কাছে পৌঁছে সেন্টার করেন আশিক কুরুনিয়ান। অরক্ষিত আনোয়ার আলি বিনা বাধায় হেডে গোল করে দলের জয় নিশ্চিত করেন। সেমিফাইনালে মোহনবাগান খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে।
❤ Support Us