Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ২৭, ২০২৪

‌সুহেল ভাটের গোলে ডুরান্ডের উদ্বোধনী ম্যাচে জয় মোহনবাগানের। সেমাবার এয়ারফোর্সের বিরুদ্ধে মাঠে নামছে লাল হলুদ শিবির

আরম্ভ ওয়েব ডেস্ক
‌সুহেল ভাটের গোলে ডুরান্ডের উদ্বোধনী ম্যাচে জয় মোহনবাগানের। সেমাবার এয়ারফোর্সের বিরুদ্ধে মাঠে নামছে লাল হলুদ শিবির

ভাল খেলাটা সবসময় গুরুত্বপূর্ণ নয়, ৩ পয়েন্টই আসল। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে সেই আসল কাজটাই সেরে ফেলল মোহনবাগান সুপার জায়ান্টস। শনিবার উদ্বোধনী ম্যাচে ডাউনটাউন হিরোজ এফসি–কে হারাল ১–০ ব্যবধানে। মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেন সুহেল ভাট।

ডুরান্ড কাপের প্রথম ম্যাচে সেরা দল নামায়নি মোহনবাগান। কলকাতা লিগের দলের সঙ্গে কয়েকজন আশিস রাই, গ্লেন মার্টিন্সের মতো কয়েকজনকে প্রথম একাদশে রাখা হয়েছিল। একমাত্র বিদেশি টম অ্যালড্রেডকেও মাঠে রেখেছিলেন মোহনবাগান কোচ বাস্তব রায়। মোহনবাগান কিন্তু নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। বরং ডাউনটাউন হিরোজ বারবার হানা দিচ্ছিল মোহনবাগান রক্ষণে।

ম্যাচের শুরুতেই মোহনবাগান গোলকিপার জাহিদকে পরীক্ষা করেন ডাউনটাউন হিরোজের জাহিদ বুখারি। ৪ মিনিটে মাঝমাঠ থেকে বল পেয়ে বাঁদিক থেকে বক্সে ঢুকে ডানপায়ে কোণাকুণি শট নিয়েছিলেন। ডানদিকে ঝাঁপিয়ে কোনও রকমে সেই শট বাঁচান মোহনবাগান গোলকিপার জাহিদ। মোহনবাগানের বলার মতো সুযোগ আসে ৩০ মিনিটে। বক্সের মধ্যে ভাল জায়গায় বল পেয়েছিলেন সুহেল ভাট। দুরূহ কোণ থেকে নেওয়া তাঁর শট বারের ওপর দিয়ে বেরিয়ে যায়।

৩৪ মিনিটে আবার গোলের সুযোগ এসেছিল ডাউনটাউনের সামনে। বাগান ডিফেন্ডার রাজ বাসফোরকে পরাস্ত করে বক্সের মধ্যে থেকে শট নিয়েছিলেন ডাউনটাউন হিরোজের লাইবেরিয়ান স্ট্রাইকার নর্টন। বল পোস্টের গা ঘেঁষে বেরিয়ে যায়। প্রথমার্ধে গোল লক্ষ্য করে একটাও শট নিতে পারেনি মোহনবাগান। অন্যদিকে, ২টি শট নিয়েছিল ডাউনটাউন হিরোজ। যদিও কাজের কাজ কিছু হয়নি।

দ্বিতীয়ার্ধেও সুহেল ভাটদের সেভাবে আক্রমণে যাওয়ার সুযোগ দিচ্ছিলেন না ডাউনটাউন হিরোজের ডিফেন্ডাররা। বরং প্রতি আক্রমণে উঠে এসে মোহনবাগান রক্ষণে বারবার হানা দিচ্ছিলেন জাহিদ বুখারি, নর্টনরা। ৭১ মিনিটে সবথেকে সহজ সুযোগ নষ্ট করেন জাহিদ বুখারি। কর্নার থেকে ভেসে আসা বল মোহনবাগান গোলকিপারকে পরাস্ত করে চলে এসেছিল তাঁর সামনে। ফাঁকা গোলের সামনে বলে পা ছোঁয়াতে পারেননি বুখারি।
অবশেষে ৭৩ মিনিটে কাঙ্খিত গোল পেয়ে যায় মোহনবাগান। ডাউনটাউনের মাঝমাঠ থেকে গ্লেন মার্টিন্স বাঁদিকে বল বাড়িয়েছিলেন টাইসন সিংকে। বল ধরে টাইসন পাস বাড়ান বাঁদিক থেকে ওভারল্যাপে উঠে আসা আশিস রাইকে। আশিসের মাইনাস থেকে জয়সূচক গোল করে দলের ৩ পয়েন্ট নিশ্চিত করেন সুহেল ভাট।

মরশুমের প্রথম ট্রফি জিতলে ফুটবলাররা যেমন বাকি মরশুমের জন্য আত্মবিশ্বাসের রসদ পাবেন, তেমনই সমর্থকরাও উজ্জীবিত হবেন। সেকথা মাথায় রেখে ডুরান্ডে সেরা দলই নামাচ্ছে ইস্টবেঙ্গল। সোমবার ডুরান্ড অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ারফোর্স। এয়ারফোর্সের বিরুদ্ধে মাঠে নামার একদিন আগেই ডুরান্ড কাপের জন্য ২৫ জনের দল ঘোষণা করল ইস্টবেঙ্গল। ২৫ জনের দলে ৫ বিদেশিকেই রাখা হয়েছে। সিনিয়রদের পাশাপাশি কলকাতা লিগে নজরকাড়া মনোতোষ চাকলাদার, তন্ময় দাস, আমিন সিকে, জেসিন টিকে, শ্যামল বেসরাদেরও দলে রাখা হয়েছে। আক্রমণভাগে ভরসা দিমিত্রিয়স দিয়ামানতাকোস ও ক্লেইটন সিলভা। এছাড়া মাঝমাঠে নতুন বিদেশি মাদিহ তালালকেও দলে রেখেছেন কোচ কার্লেস কুয়াদ্রাত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!