Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ২, ২০২৪

২৭ জুলাই শুরু শতাব্দীপ্রাচীন ডুরান্ড কাপ, উত্তর–পূর্ব ভারতে ছড়াচ্ছে ব্যপ্তি

আরম্ভ ওয়েব ডেস্ক
২৭ জুলাই শুরু শতাব্দীপ্রাচীন ডুরান্ড কাপ, উত্তর–পূর্ব ভারতে ছড়াচ্ছে ব্যপ্তি

একসময় ডুরান্ড কাপ আয়োজিত হত দিল্লিতে। প্রতিযোগিতার আয়োজক ভারতীয় সেনাবাহিনী শতাব্দীপ্রাচীন এই প্রতিযোগিতার ব্যপ্তি ছড়িয়ে দিয়েছে। গত ৫ বছর ধরে কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে ডুরান্ড কাপ। উত্তর–পূর্ব ভারতের আসামেও ২ বছর গ্রুপ লিগের খেলা হয়েছে। এবার ব্যপ্তি আরও ছড়িয়ে দেওয়া হচ্ছে। কলকাতা, আসামের কোকরাঝাড় ছাড়াও জামশেদপুর ও শিলংয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। মঙ্গলবার সরকারিভাবে জানিয়ে দিয়েছে আয়োজক কমিটি।
প্রতিযোগিতা শুরু হবে ২৭ জুলাই থেকে। ফাইনাল ৩১ অগাস্ট। উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হবে কলকাতায়। এবছর ২৪টি দলকে নিয়ে ডুরান্ড কাপ অনুষ্ঠিত হবে। ২৪টি দলকে ৬টি গ্রুপে ভাগ করা হবে। ৬টি গ্রুপের সেরা দল এবং দ্বিতীয় স্থানাধিকারী সেরা দুটি দল কোয়ার্টার ফাইনালে উঠবে। আইএসএল, আই লিগের দলগুলি ছাড়াও বেশ কয়েকটা দলকে আমন্ত্রণ জানানো হবে। অন্যান্য বারের মতো ভারতীয় সেনাবাহিনীর দলও খেলবে। বিদেশি দলকেও আমন্ত্রণ জানানো হবে।
লিগ পর্বের ৬টি গ্রুপের মধ্যে তিনটি গ্রুপের খেলা হবে কলকাতায়। কোকরাঝাড়, শিলং ও জামশেদপুরে একটা করে গ্রুপের ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ১০ জুলাই দিল্লি থেকে ডুরান্ড কাপের ট্রফি ট্যুর শুরু হবে। দেশের নানা প্রান্ত ঘুরে ২৭ জুলাই উদ্বোধনী ম্যাচের আগে ট্রফি কলকাতায় পৌঁছবে। গোটা প্রতিযাগিতা সোনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেল ও সোনি লিভ ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!