- দে । শ
- ফেব্রুয়ারি ১৯, ২০২২
সুন্দর করে চুল বেঁধে রেখো, তোমার সঙ্গে সিসিলিতে সমুদ্রস্নানে যাব—হিমালয়ের যোগীর চিঠি প্রাক্তন সেবি কর্তাকে ।

দেশের সবথেকে আলোচিত মহিলা বললে ভুল হবে না। কারণ হিমালয়ের ‘অদেখা’ সন্ন্যাসীর সঙ্গে ইমেইল বিনিময় করেই তিনি এখন খবরের শিরোনামে। ৫৯ বছরের চিত্রা রামকৃষ্ণ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই প্রাক্তন এমডি-সিইও । চাকরত অবস্থায় তাঁর বিরুদ্ধে ক্ষমতা ও পদের অপব্যবহার করার পাশাপাশি টিক বাই টক ম্যানিপুলেশ ও হিমালয়ে বসবাসকারী একজন যোগীর সঙ্গে স্টক এক্সচেঞ্জের গোপন তথ্য দিয়ে দেওয়ার অভিযোগ উঠে। একারণে চিত্রাকে প্রায় ১২ ঘণ্টা ধরে জেরা করে সিবাআই ।
চিত্রা রামকৃষ্ণজেরায় জানিয়েছেন, হিমালয়ের এক অজ্ঞাতনামা যোগী তাঁর সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করেছিল। সিকিরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়েছে, চিক্রা এনএসইর আর্থিক ও ব্যবসায়িক রিপোর্ট ও আর্থিক ফলাফলসহ একাধিক তথ্য হিমালয়ের যোগীকে পাঠিয়েছিলেন। চিত্রা অজ্ঞাতনামা সন্ন্যাসীর ইমেইল আইডিও জানিয়েছেন তদন্তকারী আধিকারিকদের। তবে এক অজ্ঞাতপরিচয় সাধুর ওপর চিত্রার মত উচ্চ শিক্ষিত মহিলার নির্ভরতা মেনে নিতে পারছে না সিবিআই।
চিত্রা জানিয়েছেন, তিনি হিমালয়ের ওই যোগীর সঙ্গে পবিত্র স্থানে বিভিন্ন অনুষ্ঠানে দেখা করেছেন। সেসব জায়গার কোনও নাম তাঁর জানা নেই। যোগীর সঙ্গে তাঁর প্রথম দেখা হয়েছিল ২০ বছর আগে- গঙ্গার ধারে।
কী ভাবে তিনি হিমালয়ে বসবাসকারী যোগীর সঙ্গে যোগাযোগ করতেন- এই প্রশ্নের উত্তরে চিত্রা জানিয়েছেন, যোগীর কাছ থেকে তিনি নিয়মিত চিঠিপত্র পেতেন। যোগীর আধ্যাত্মিক শক্তির জোরেই তা সম্ভব হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
প্রকাশ্যে এল সেই ‘সাধু’র সঙ্গে চিত্রার মেল। চিঠিতে হিমালয়ের যোগী চিত্রাকে নিয়ে সমুদ্রস্নানে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। দিয়েছেন বিভিন্ন রকম ভাবে চুল বাঁধার পরামর্শ।২০১৩ থেকে ২০১৬ সালের ডিসেম্বরে এনএসই-র এমডি-সিইও থাকাকালীন চিত্রার বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। ইতিমধ্যেই তাঁকে তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে ২০১৫ সালে একাধিক বার সাধুর সঙ্গে দেখা করেছেন চিত্রা। পাওয়া গিয়েছে একটি ই-মেল আইডি। যা সাধুর বলে জানিয়েছেন চিত্রা নিজেই।
যে মেল আইডি সাধুর বলে দাবি করেছেন চিত্রা, সেখান থেকে একাধিক মেল এসেছে তাঁর কাছে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, চিত্রাকে ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি একটি মেল করা হয়। ওই চিঠিতে তিনি লিখেছেন, পরের মাসে সিসিলি যাওয়ার জন্য বাক্স-প্যাঁটরা বেঁধে তৈরি হচ্ছেন তিনি। তোমার সাহায্যের প্রয়োজন হলে জানিও। সাঁতার জানলে আমরা সিসিলিতে সমুদ্রস্নান উপভোগ করতে পারি। তার পর সৈকতে কিছুটা জিরিয়ে নেব। আমি আমার ট্যুর অপারেটরকে বলছি কাঞ্চনের সঙ্গে যোগাযোগ করে তোমার টিকিটের বন্দোবস্ত করতে।’ কে এই কাঞ্চন— তা জানার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ওই সালের ১৮ ফেব্রুয়ারি চিত্রাকে একই আইডি থেকে আরও একটি মেল করা হয়। তাতে লেখা, ‘আজ তোমায় ভারি সুন্দর দেখাচ্ছে। বিভিন্ন রকম ভাবে চুল বাঁধবে তুমি। তাতে তোমায় আরও সুন্দর ও আবেদনময়ী লাগবে। এটা একটা বিনামূল্যের পরামর্শ। জানি তুমি মানবে। পারলে মার্চের মাঝামাঝি ফাঁকা থেকো।’ চিত্রার দাবি করেছেন এটা সেই সাধুরই মেল আইডি। যদি তাই হয়, কেন এ ধরনের চিঠি দিতেন তাঁকে! তদন্ত চলছে।
চিত্রার এজাতীয় কথাবার্তায় দেশজুড়ে আলোড়ন তৈরি হয়েছে। কে এই যোগী ? তা খুঁজে বার করার চেষ্টা করেছে তদন্তকারীরা ।
❤ Support Us