Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ১৮, ২০২৩

ফের জয়শঙ্করের নিশানায় বেজিং।বললেন, সীমান্ত চুক্তি লঙ্ঘিত হলে শান্তি অসম্ভব

রাহুল গান্ধীর কটাক্ষের পাল্টা জবাব, চিনের জন্য ভারতীয় নাগরিকের অশ্রু বিসর্জন বিস্ময়কর

আরম্ভ ওয়েব ডেস্ক
ফের জয়শঙ্করের নিশানায় বেজিং।বললেন, সীমান্ত চুক্তি লঙ্ঘিত হলে শান্তি অসম্ভব

লাদাখের পশ্চিম হিমালয় অঞ্চলে ভারত ও চিনের অবস্থান প্রসঙ্গে বেজিং-এর  বিরুদ্ধে সমালচনায় সরব হলেন জয়শঙ্কর। বিদেশ মন্ত্রী বলেছেন, সীমান্ত চুক্তি লঙ্ঘন করা হলে চিনের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক থাকবে না। অরুণাচল বা লাদাখ সীমান্তে চিনের সামরিক আগ্রাসনকে কোনোমতেই বরদাস্ত করবেন না ভারত।

শনিবার  বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, সীমান্তবর্তী অঞ্চলে পরিস্থিতি বেশ ভঙ্গুর। কিছু জায়গায় আমাদের সেনা খুব কাছাকাছি মোতায়েন করা রয়েছে। সেনার মূল্যায়ন অনুসারে, পরিস্থিতি ভয়াবহ। চিনের সঙ্গে সীমান্ত সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, বেজিং যদি শান্তি বজায় রাখতে না চায়, তাহলে সমস্যার সমাধান সম্ভব নয়। তাঁর কথায়, ২০২০ সালের সেপ্টেম্বরে দু দেশের মধ্যে শান্তি ও স্থিতাবস্থা সংক্রান্ত যে চুক্তি হয়েছিল তা লঙ্ঘন করেছে চিন। তাই বেজিংকে ঠিক করতে হবে স্বাক্ষরিত চুক্তির শর্তগুলোকে মানবে না অবিরাম সংঘাত চালিয়ে যাবে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনার জবাব দিয়েছেন এস জয়শঙ্কর।  লণ্ডনে এক বক্তৃতায় তিনি বলেছিলেন, ভারতের বিদেশমন্ত্রী চিনা হুমকির মোকাবিলা করতে যথেষ্ট সক্ষম নন। এদিন তাঁর জবাবে কংগ্রেস নেতার নাম না করে তিনি বলেছেন, ভারতের নাগরিক হিসাবে যখন দেখি কেউ চিনের জন্য় চোখের জল ফেলছেন তখন তা দেখে অবাক লাগে। তিনি আবার ভারত সম্পর্কে অপমানজনক কথা বলেন। তিনি আরো বলেন, কোনও দেশ সম্পর্কে আপনার বিশেষ দৃষ্টিভঙ্গি থাকতেই পারে। কিন্তু ভারতের জাতীয় পরিস্থিতিকে আপনি অবদমিত করতে পারেন না।

তিন বছর আগে গালওয়ানে যখন চিন ও  ভারতীয় সেনাদের মধ্যে যখন রক্তাক্ত সংঘর্ষ হয় তখন কংগ্রেস  ভারত সরকারের এ প্রসঙ্গে সুষ্পষ্ট  অবস্থান লোকসভায় জানতে চেয়েছিলেন। রাজনাথ  সিং  ও জয়শংকর উভয়ই তাঁদের বক্তব্যে সরকারি মনোভাবকে স্পষ্ট করেছিলেন।  মাস দুয়েক আগে অরুণাচলে যখন চিনারা ভারতীয় সেনাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে, তখনও একই প্রশ্ন রেখেছিলেন কংগ্রেস সাংসদরা। সরকার তখনও তাঁর পূর্বের অবস্থানেই অনড় ছিলেন। তারপরেও  বিদেশের মাটিতে  ভারত চিন সীমান্ত সমস্যা প্রসঙ্গে,  বিদেশমন্ত্রীকে  রাহুলের  কটাক্ষ করবার কারণ কী ? লোকসভা নির্বাচনের আগে সীমান্ত সমস্যাকে হাতিয়ার করে নির্বাচনে নামার চেষ্টা না অন্য কিছু? হাত শিবিরের  উদ্দেশ্য অস্পষ্ট।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!