- স | হ | জ | পা | ঠ
- মে ১৮, ২০২৩
রূপান্তরের পর্বেই লুকিয়ে রয়েছে জলবায়ু পরিবর্তনের চাবিকাঠি, দাবি ভূতাত্ত্বিক গবেষকদের

পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসের মধ্যে নজিরবিহীন এক সময়কালের সন্ধান পেলেন ইউরোপের একদল গবেষক। তাঁদের মতে। প্রায় সাতলক্ষ বছর আগে ভূপৃষ্ঠে এমন যুগ বিরাজ করত, যখন শীতলতা ও উষ্ণতার সহাবস্থান সম্ভব হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, সে যুগে ধারাবাহিকতাতেই আজকের পৃথিবীর জলবায়ুর ধাঁচটি তৈরি হয়েছে। কোনো কোনো মহলের ধারণা, অধুনা গবেষণালব্ধ তথ্যে ভূপৃষ্ঠের আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে চিরাচরিত ধারনায় পরিবর্তন আনবে।
সম্প্রতি নেচার কমিউনিকেশনস পত্রিকায় হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষদের একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তথ্য ও পরিসংখ্যান ব্যবহার করে তাঁরা দেখিয়েছেন, গত ৭,০০,০০০ -৪০,০০০ বছরে পৃথিবীর জলবায়ু একটি রূপান্তর পর্বের মধ্যে দিয়ে গেছে। এখানে বলা প্রয়োজন, বর্তমান পৃথিবী যে সময়ের মধ্যে দিয়ে চলেছে, তাকে বলা হয় হলোসিন যুগ । আজ থেকে ১১,৭০০ বছর আগে শুরু হয়েছে। তার পূর্ববর্তী কালটি হল প্লিস্টোসিন। যার সূচনা হয়, ২৫ লক্ষ বছর আগে। মূলত তুষার যুগ নামেই এই সময়কালটই পরিচিত । এর মাঝে ১২ লক্ষ- ৪০ হাজার বছর হল মিড প্লিস্টসিন যুগ। পৃথিবীর সিংহভাগ অংশই সে সময়ে ছিল বরফে ঢাকা। গবেষকদের মতে, এই সময়কালের একটি পর্বে যা মিড প্লিস্টোসিন নামে পরিচিত, সেসময় পৃথিবীর জলবায়ুর ব্যাপক পরিবর্তন ঘটতে থাকে। মূলত খৃষ্টের জন্মের ৭লক্ষ বছর আগে এ পরিবর্তন শুরু হয়। পর্তুগাল ও চিন উপকূলের জলবায়ুর নমুনা সংগ্রহ করে তাঁরা দেখিয়েছেন, এ সময় থেকে গোটা পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে। ক্রমাগত উষ্ণ হতে থাকে ভূপৃষ্ঠ। বরফ মহাদেশের একটা প্রান্তে জমা হতে থাকে। যা দেখে গবেষকরা নাম দিয়েছেন এটি হল উষ্ণতর তুষার যুগ।
শুধুমাত্র উষ্ণতা নয়, গবেষকদের ধারণা, বেড়েছিল আর্দ্রতাও। আর তা কেবল ক্রান্তীয় বা উপক্রান্তীয় নয়, মেরু অঞ্চলকেও স্পর্শ করেছিল। তবে কোণ কারণে এ পরিবর্তনা তা এখনও জানা যায়নি। এ নিয়ে এখনও গবেষণা চলছে। তবে, তা যদি জানা যায়, তাহলে বর্তমান পৃথিবীতে যে জলবায়ুর ক্রমাগত পরিবর্তন দেখা যাচ্ছে তার উৎস জানা সম্ভব হবে।
❤ Support Us