Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ১৯, ২০২৩

গভীর রাতে ভয়াবহ ভূমিকম্পে কাঁপল চিন, ভেঙে পড়ল ঘরবাড়ি, মৃত ১১১

আরম্ভ ওয়েব ডেস্ক
গভীর রাতে ভয়াবহ ভূমিকম্পে কাঁপল চিন, ভেঙে পড়ল ঘরবাড়ি, মৃত ১১১

গভীর রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চিন। এই ভূমিকম্পে চিনে অন্তত ১১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সময় সোমবার রাত ১১টা ৫৯ মিনিটে ভূমিকম্প হয় বলে জানা গিয়েছে। এই ভূমিকম্পের জেরে গুরুতর ভাবে আহত হয়েছে আরও প্রায় ২৩০ জনের মতো মানুষ। ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খবরে প্রকাশ, গতরাতে চিনের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী এই ভূমিকম্পটি আঘাত হানে। চিনের গানসু ও কিংহাই প্রদেশের সীমান্ত অঞ্চলে এ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের  উৎপত্তিস্থল গানসু প্রদেশের রাজধানী লানঝোর ১০২ কিলোমিটার পশ্চিম–দক্ষিণপশ্চিমে, ভূ–পৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে। চিনের সংবাদসংস্থা সিনহুয়ার সূত্রে জানা গেছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.২।

এদিকে খুব স্বাভাবিক ভাবেই ভূমিকম্পটির পর গতরাতে বারংবার আফটারশক হয়েছে। চিনের দু’টি প্রদেশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ ভূমিকম্পের ফলে বিচ্ছিন্ন হয়েছে। এদিকে জল সরবরাহ ব্যাহত হয়েছে বিস্তীর্ণ এলাকায়। এর জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। পরপর বাড়ি ধসে পড়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গ্রামের পর গ্রাম। রাত থেকেই উদ্ধারকাজ শুরু হয়েছে ভূমিকম্প বিদ্ধস্ত অঞ্চলে।

এদিকে ভূমিকম্পের কিছু পরেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এক বিবৃতি জারি করে বলেন, উদ্ধারকাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আহতদের সময় মতো উদ্ধার করে তাদের চিকিৎসা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই দুর্যোগের জেরে যাতে মৃতের সংখ্যা না বাড়ে, সেদিকে নজর রাখতে বলা হয়েছে।

এর আগে চলতি বছরের অগস্টে চিনের পূর্বাঞ্চলে ৫.৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে অবশ্য কারও মৃত্যু হয়নি। তবে তাতে আহত হয়েছিলেন ২৩ জন। এরপর গত সেপ্টেম্বরে চিনের দক্ষিণ-পশ্চিমে সিচুয়ান প্রদেশ ৬.৬ মাত্রার ভূমিকম্পে ৬০ জনের বেশি মানুষ মারা গিয়েছিলেন।
এদিকে গতকালই বেশ জোরালো ভূমিকম্প হয়েছিল লাদাখের কার্গিলে। ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পে উৎসস্থল ছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। তার জেরে হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, চণ্ডীগড়, পঞ্জাব এবং পাকিস্তানের ইসলামাবাদ, শিয়ালকোট, লাহোরের মতো জায়গায় কম্পন অনুভূত হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!