Advertisement
  • বি। দে । শ
  • মে ২৭, ২০২৪

আবার ভূমিকম্প টঙ্গোতে

আরম্ভ ওয়েব ডেস্ক
আবার ভূমিকম্প টঙ্গোতে

ভূমিকম্পে কেঁপে উঠলো প্রশান্ত মহাসাগরের দ্বীপ টোঙ্গা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুযায়ী রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪ । ভারতীয় সময় ভোর ২:১৭ তে  কম্পন অনুভূত হয় । দ্বীপের ১১০ কিলোমিটার অঞ্চল কেঁপে ওঠে ভয়াবহ কম্পনে।   আজ এই তথ্য  এনসিএস তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে।
ভুূমিকম্পে এখনও কোন হতাহতের খবর মেলেনি। বিস্তারিত তথ্য এখনও হাতে আসা বাকি।
টোঙ্গা দ্বীপটি ওশিয়ানিয়ার ১৭৬ টি দ্বীপের সমবায়ে গঠিত । এর মধ্যে ৩৬ টি দ্বীপে মানুষের বাস নেই।
টোঙ্গা সামোয়ার দক্ষিণে, ফিজির দক্ষিণ-পূর্বে এবং নিউজিল্যান্ডের উত্তর-পূর্বে অবস্থিত। গত সপ্তাহে আরেক প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ নিউগিনিতে মারাত্মক ভুমিধ্বসে রাতারাতি প্রান হারান ২০০ মানুষ ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!