শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
রবিবার ডুরান্ড কাপের ফাইনাল। মুখোমুখি ইস্টবেঙ্গল–মোহনবাগান। ডুরান্ড কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল ১, ২ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাব থেকে সকাল ১১ থেকে সন্ধে ৬টা পর্যন্ত ফাইনালের টিকিট বিক্রি করা হবে। আর ৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত টিকিট বিক্রি হবে। কিন্তু শুক্রবার সকালে টিকিট না পেয়ে হতাশ সমর্থকরা। টিকিট না পেয়ে সমর্থকদের বিক্ষোভ, ইডেনের সামনে রাস্তা অবরোধ। বিক্ষোভ সামলাতে হাজির পুলিশ।
টিকতিটের জন্য শুক্রবার ভোর থেকেই ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাবের সামনে জলের মধ্যেই লাইন দিয়ে টিকিটের জন্য অপেক্ষা করতে থাকেন সমর্থকরা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও তাঁরা টিকিট পাননি। আসলে এদিন কোনও টিকিটই বিক্রি করা হয়নি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয় শুক্রবারই সব টিকিট বিক্রি হয়ে গেছে। টিকিট না পেয়ে সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা ক্লাবের মধ্যে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন। এরপর সমর্থকরা ইডেনের সামনে এসে রাস্তা অবরোধ শুরু করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
সমর্থকদের অভিযোগ, শুক্রবার ৬–৭ হাজার টিকিট বিক্রি করার পরই কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। অনলাইনে কোনও টিকিট বিক্রি হচ্ছে না। পুরোটাই অফলাইনে। বিক্রির জন্য কত টিকিট ছাড়া হয়েছে, ডুরান্ড কর্তৃপক্ষ তা বলতে রাজি নয়। তবে সূত্রের খবর, দুই ক্লাবকে ২০–২৫ হাজার টিকিট বিক্রির জন্য দেওয়া হয়েছে। যদি ক্লাব সমর্থকরা টিকিট না পেয়েই থাকেন, তাহলে এত টিকিট গেল কোথায়? ইতিমধ্যে একাধিক মহল থেকে বড় ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ উঠছে। ১০০, ২০০ টাকার টিকিট ৫০০, ৬০০ কিংবা ১০০০ টাকায় বিকোচ্ছে।
দীর্ঘ ১৯ বছর বাদে ডুরান্ড ফাইনালে কলকাতা ডার্বি। এত দিন এই ম্যাচে মোহনবাগানের আধিপত্য ছিল। ফলে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে আগ্রহ কমে গিয়েছিল। কিন্তু নতুন কোচের অধীনে ইস্টবেঙ্গল যথেষ্টই ভাল খেলছে। ডুরান্ডের গ্রুপ লিগের ম্যাচেও জয় পেয়েছে লালহলুদ শিবির। তাই ইস্টবেঙ্গল সমর্থকদের উন্মাদনা কয়েক গুণ বেড়ে গিয়েছে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34