Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ৬, ২০২৪

কলকাতা পুলিশকে হারিয়ে প্রিমিয়ার লিগে ‘‌বি’‌ গ্রুপের শীর্ষে পৌঁছল ইস্টবেঙ্গল

আরম্ভ ওয়েব ডেস্ক
কলকাতা পুলিশকে হারিয়ে প্রিমিয়ার লিগে ‘‌বি’‌ গ্রুপের শীর্ষে পৌঁছল ইস্টবেঙ্গল

কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে ছন্দ অব্যাহত ইস্টবেঙ্গলের। শুক্রবার কলকাতা পুলিশকে হারাল ৩–০ ব্যবধানে। আগেই সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করেছিল লালহলুদ ব্রিগেড। কলকাতা পুলিশের বিরুদ্ধে ম্যাচ ছিল লিগ টেবিলে শীর্ষস্থান দখলের লড়াই। পুলিশকে হারিয়ে ‘‌বি’‌ গ্রুপে ভবানীপুরকে টপকে শীর্ষে পৌঁছে গেল বিনু জর্জের দল।
ম্যাচের প্রথম মিনিটেই ইস্টবেঙ্গল বক্সে হানা দিয়েছিল কলকাতা পুলিশ। যদিও সেই আক্রমণ থেকে কোনও ফায়দা তুলতে পারেনি। এরপর ম্যাচে শুধুই লালহলুদ ঝড়। ৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। সায়ন ব্যানার্জির পাস থেকে গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন শ্যামল বেসরা। কলকাতা পুলিশের গোলকিপার অয়ন বেরিয়ে এসে গোলমুখ ছোট করে নিশ্চিত গোল বাঁচিয়ে দেন। তবে ইস্টবেঙ্গলকে বেশিক্ষণ আটকে রাখতে পারেনি পুলিশ। ৫ মিনিটে এগিয়ে যায় এগিয়ে যায় ইস্টবেঙ্গল। হীরা মণ্ডলের ফ্রিকিকে অনেকটা লাফিয়ে হেডে গোল করেন সুনীল বাথালা।
৮ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। মহম্মদ মোশারফের সেন্টারে হেড করেছিলেন সায়ন ব্যানার্জি। বল পোস্টে লেগে কলকাতা পুলিশের গোলকিপারের হাতে চলে যায়। ২০ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন নাসিব। শ্যামল বেসরা পাস থেকে বল জালে রাখতে পারেননি তিনি। ৩০ মিনিটে সমতা ফেরানোর সুযোগ এসেছিল কলকাতা পুলিশের সামনে। যে যাত্রায় দলের পতন রোধ করেন ইস্টবেঙ্গল গোলকিপার আদিত্য পাত্র। ৩৫ মিনিটে ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল শামল বেসরার মাইনাস ধরে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে গোল করেন তন্ময় দাস। প্রথমার্ধে ম্যাচের ফল থাকে ২–০।
দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটা পরিবর্তন করেন ইস্টবেঙ্গল কোচ বিনু জর্জ। আক্রমণে ঝাঁঝ আরও বাড়ে একাধিক সুযোগও তৈরি হয় কিন্তু কাজে লাগাতে পারছিল না। ৬৯ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। পেনাল্টি পেয়েছিল ইস্টবেঙ্গল। জেসিন টিকে–র শট আটকে দেন কলকাতা পুলিশের গোলকিপার তুহিন। ৮৮ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোলটি করেন সায়ন ব্যানার্জি। ম্যাচের ইনজুরি সময়ে ব্যবধান কমানোর সুযোগ এসেছিল কলকাতা পুলিশের সামনে। বল নিয়ে ঢুকে শট নিয়েছিলেন প্রকাশ দাস। বাঁদিকে ঝাঁপিয়ে আটকে দেন লালহলুদ গোলকিপার আদিত্য পাত্র। ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ‘‌বি ‌গ্রুপে শীর্ষস্থান দখল করল ইস্টবেঙ্গল। ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভবানীপুর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!