Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ১২, ২০২৪

ইস্টবেঙ্গল ক্লাবে কল্যান যুগের অবসান। নতুন সচিব রূপক সাহা, কমিটিতে ঝুলন গোস্বামী

আরম্ভ ওয়েব ডেস্ক
ইস্টবেঙ্গল ক্লাবে কল্যান যুগের অবসান। নতুন সচিব রূপক সাহা, কমিটিতে ঝুলন গোস্বামী

দীর্ঘ ২ দশক পর পালাবদল ইস্টবেঙ্গল ক্লাব প্রশাসনে। সচিব পদে আর দেখা যাবে না কল্যাণ মজুমদারকে। সভাপতি পদেও বদল। লাল–হলুদের ক্লাব প্রশাসনে বড় চমক। কার্যকরী কমিটিতে প্রাক্তন মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী। বুধবার ভোটাভুটি ছাড়াই তৈরি হল নতুন কমিটি।

বুধবার শহরের এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলন করে নতুন কমিটি ঘোষণা করল ইস্টবেঙ্গল। গোটা কমিটিতে একাধিক বদল। দীর্ঘ ২ দশক সচিব পদে কাটানো কল্যান মজুমদারের জায়গায় নতুনসচিব হয়েছেন রূপক সাহা। নতুন সভাপতি হয়েছেন মুরারী লাল লোহিয়া। প্রাক্তন সভাপতি প্রমব দাশগুপ্তকে অবশ্য ক্লাবের সঙ্গেই যুক্ত রাখা হয়েছে। তাঁকে উপদেষ্টা করা হয়েছে। আর কল্যান মজুমদারকে সহ–সভাপতিকে পদে রাখা হয়েছে।
কল্যাণ মজুমদারের পাশাপাশি সহ–সভাপতি করা হয়েছে অজয় কৃষ্ণ চট্টোপাধ্যায়, শঙ্কর বাগরী, শুভাশিস চক্রবর্তী ও রাহুল টোডিকে। নতুন কমিটিতে সহ–সচিব পদে রয়েছেন ডাক্তার শান্তিরঞ্জন দাশগুপ্ত। অর্থ সচিবের দায়িত্বে এসেছেন সদানন্দ মুখার্জি, কোষাধ্যক্ষ দেবদাস সমাজদার, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, ক্রিকেট সচিব সঞ্জীব আচার্য, হকি সচিব প্রবীর কুমার দফাদার, অ্যাথলেটিক্স সচিব পার্থ প্রতীম রায়, টেনিস সচিব ইন্দ্রনীল ঘোষ, মাঠ সচিব রজত গুহ। অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার অবশ্য কার্যকরী কমিটিতেই থেকে গেলেন। এদিন মোট ৩৮ জনের কমিটি ঘোষণা করা হয়েছে।

ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটিতে জায়গা পেয়ে খুশি ঝুলন গোস্বামী। তিনি বলেন, ‘‌ছোট থেকেই আমি ইস্টবেঙ্গলের সমর্থক। কোনও দিন স্বপ্নেও ভাবিনি ইস্টবেঙ্গল ক্লাবের প্রশাসনে আসব। আমাকে জায়গা দেওয়ায় খুশি। চেষ্টা করব ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য খেলাতে উন্নতির চেষ্টা করব।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!