Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ১২, ২০২৩

‌ডার্বির পরিসংখ্যান বদলে দেওয়ার দিকে তাকিয়ে ইস্টবেঙ্গল

আরম্ভ ওয়েব ডেস্ক
‌ডার্বির পরিসংখ্যান বদলে দেওয়ার দিকে তাকিয়ে ইস্টবেঙ্গল

টানা ৮ ডার্বিতে হার। শনিবার ডুরান্ড কাপের ডার্বিতে কি পরিসংখ্যান বদলাতে পারবে ইস্টবেঙ্গল?‌ পরিসংখ্যান বদলাতে পারবে কিনা সময়ই বলবে। তবে ইস্টবেঙ্গল যে বদলে গিয়েছে, সেকথা অনায়াসে বলা যায়। কার্লেস কুয়াদ্রাতের কোচিংয়ে মানসিকতাই বদলে গিয়ে লাল–হলুদ ব্রিগেডের।

শনিবারের ডার্বিতে অবশ্য সবুজমেরুণ শিবিরকে এগিয়ে রাখছেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামার আগে তিনি বলেন, ‘‌শেষ ৮ ডার্বিতে মোহনবাগান জিতেছে। মানসিকভাবে ওরা এগিয়ে থেকেই মাঠে নামবে। তাছাড়া দল হিসেবেও ওরা অনেকটা এগিয়ে থেকে মাঠে নামবে। তবে আমাদের হাল ছাড়লে চলবে না। লড়াই করার জন্য আমরা তৈরি। ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য আছে লড়াই করার। সেকথা মাথায় রেখেই আমরা মাঠে নামব।’‌

মোহনবাগানের তুলনায় দেরিতে শুরু হয়েছে ইস্টবেঙ্গলের অনুশীলন। সব ফুটবলারকে একসঙ্গে পাননি কুয়াদ্রাত। ফুটবলাররা এখনও ৯০ মিনিট খেলার মতো জায়গায় আসেননি। এটা চিন্তায় রাখছে লালহলুদ কোচ। তবে মোহনবাগান ডিফেন্সের বিরুদ্ধেও যে গোলের সুযোগ তৈরি করা যায়, আগের ম্যাচে দেখিয়ে দিয়েছে পাঞ্জাব এফসি। সেটা মাথায় রাখছেন কার্লেস কুয়াদ্রাত।

মোহনবাগানের বিরুদ্ধে সেরা দলই মাঠে নামাবেন লালহলুদ কোচ। তিনকাঠির নিচে প্রভসুখন সিং। ডিফেন্সে অস্ট্রেলিয়ান জর্ডানের সঙ্গে লালচুংনুঙ্গা। দুপাশে হরমনজ্যোত সিং খাবরা ও মন্দার রাও দেশাই। মাঠমাঝে নন্দকুমার, বোরহা, শৌভিক ও নওরেম মহেশ সিং নিশ্চিত। আক্রমণভাগে সিভেরিও–র সঙ্গে কে জুটি বাঁধেন, সেটাই দেখার। ক্লেইটন সিলভা চলে এলেও তাঁকে নামানোর ঝুঁকি নেবেন না কার্লেস কুয়াদ্রাত।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!