Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২৫, ২০২৩

‌‌আজ আইএসএল অভিযানে নামছে ইস্টবেঙ্গল, পরিসংখান বদলাতে চান কুয়াদ্রাত

আরম্ভ ওয়েব ডেস্ক
‌‌আজ আইএসএল অভিযানে নামছে ইস্টবেঙ্গল, পরিসংখান বদলাতে চান কুয়াদ্রাত

বিগত কয়েকবছর ধরে দলকে নিয়ে স্বপ্ন দেখা ভুলেই গিয়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। আইএসএল এলেই একটা কথা শুধু মাথায় ঘুরপাক খেত, কত নম্বরে শেষ করবে দল। সম্মান বাঁচাতে পারবে তো?‌ চলতি মরশুমে বদলে গেছে সমর্থকদের মানসিকতা, বদলে গেছে স্বপ্ন। ওরা আর পেছন দিকে শেষ করার কথা ভাবছেন না। চ্যাম্পিয়নের স্বপ্ন দেখা শুরু করেছেন। প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন ফুটবলাররা। স্বপ্ন দেখাচ্ছেন কোচ কার্লেস কুয়াদ্রাত।
আজ আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। ঘরের মাঠে প্রথম ম্যাচের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। আগের তিনবার আইএসএলে নিজেদের প্রথম ম্যাচে জয় পায়নি ইস্টবেঙ্গল। এবছর পরিসংখ্যান বদলে দিতে মরিয়া কার্লেস কুয়াদ্রাত। সমর্থকদের পরাজয়ের আতঙ্ক থেকে বার করে নিয়ে আসতে চান। কুয়াদ্রাতকে ভরসা দিচ্ছে ফুটবলারদের পারফরমেন্স। ডুরান্ড কাপের প্রথম ম্যাচ ছাড়া দারুণ ফুটবল উপহার দিয়েছে লালহলুদ ব্রিগেড। ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টসের কাছে হারলেও খুব একটা খারাপ খেলেনি। ফুটবলারদের পারপরমেন্সই প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে কুয়াদ্রাতের। প্রতিপক্ষকে এক ইঞ্চিও জমি ছাড়তে চান না। জামশেদপুর এফসি–র বিরুদ্ধে মাঠে নামার আগে লালহলুদ কোচ বলেন, ‘‌প্রতিযোগিতামূলক হওয়ার চেষ্টা করব। প্রতিটা পয়েন্টের জন্য লড়াই করব।’‌
নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী কুয়াদ্রাত। তাঁর কথায়, ‘‌মরশুমের শুরুতেই মোহনবাগানের মতো দেশের সেরা দলকে হারিয়েছি। চলতি মরশুমে যারা এখনও পর্যন্ত একটা মাত্র ম্যাচ হেরেছে। ডুরান্ড ফাইনালে লড়াই করেও আমাদের হারতে হয়েছিল। বাংলাদেশের দলের বিরুদ্ধে এগিয়ে গিয়েও পয়েন্ট নষ্ট করেছিলাম। জামশেদপুর এফসি–র বিরুদ্ধে প্রতিটা মুহূর্তে সজাগ থাকতে হবে। বাংলাদেশের মতো যেন না হয়।’‌
আইএসএল অভিযানের আগে দলের রক্ষণ নিয়ে চিন্তিত কার্লেস কুয়াদ্রাত। ডুরান্ড কাপে দলকে নির্ভরতা দেওয়া দুই ডিফেন্ডারকে ছাড়াই মাঠে নামতে হবে। লালচুংনুঙ্গা এশিয়ান গেমসে দেশের দায়িত্ব পালন করতে চীনে। ডুরান্ড কাপে চোট পেয়ে গোটা মরশুম থেকে ছিটকে গেছেন জর্ডান এলসে। জর্ডানের ছিটকে যাওয়াটা বড় ধাক্কা। কুয়াদ্রাতের পরিকল্পনা জোর খাক্কা খেয়েছে। পার্দোর সঙ্গে গুরসিমরাত সিংকে নিয়ে নতুন করে রক্ষণ সাজাতে হচ্ছে কুয়াদ্রাতকে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‌শুরু থেকেই জর্ডান এবং লালচুংনুঙ্গাকে নিয়ে পরিকল্পনা করেছিলাম। সেই পরিকল্পনা জোর ধাক্কা খেয়েছে। জর্ডানের পরিবর্ত খুঁজতে হবে।’‌ ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!