Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ১৩, ২০২৩

পুরনোর স্পর্শে আইএসএলের জন্য নতুন জার্সি প্রকাশ ইস্টবেঙ্গলের

আরম্ভ ওয়েব ডেস্ক
পুরনোর স্পর্শে আইএসএলের জন্য নতুন জার্সি প্রকাশ ইস্টবেঙ্গলের

এবছর ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইএসএল। ২৫ সেপ্টেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। তার আগেই এবারের আইএসএলের জার্সি প্রকাশ করল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের নতুন জার্সিতে যেন অতীতকে ফিরে দেখা। পুরনো দিনের জার্সির ছোঁয়া রয়েছে নতুন জার্সিতে।

ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একটা ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সমর্থকদের জ্বালানো মশাল হাতে নতুন জার্সি গায়ে অন্ধকারের মধ্যে দিয়ে ক্লেইটন সিলভার নেতৃত্বে হেঁটে যাচ্ছেন ফুটবলাররা। এই ভিডিওটা কিছুদিন আগেই ইস্টবেঙ্গল মাঠে শ্যুট করা হয়েছে। নতুন জার্সিতে লাল ও হলুদ রঙের সমান বিভাজন রয়েছে। জার্সির বুকের কাছে একদিকে রয়েছে ক্লাবের লোগো, অন্যদিকে রয়েছে স্পনসর ইমামির লোগো। নতুন জার্সিটা পুরনো দিনের জার্সির মতোই।
গত ২ বছর আইএসএলে চূড়ান্ত ব্যর্থ ইস্টবেঙ্গল। এবছর দল অনেকটাই ভাল হয়েছে। ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হতে না পারলেও ফুটবলারদের খেলা আশ্বস্ত করেছে সমর্থকদের। আইএসএল ঘিরে আশায় বুক বাঁধছেন সমর্থকরা। কারণ, ডুরান্ডে সেভাবে প্রস্তুতির সুযোগ না পেলেও আইএসএলের আগে দল গুছিয়ে নেওয়ার জন্য বেশ কিছুদিন সময় পেয়েছেন। ক্লেইটন সিলভাও অনেকটা তৈরি। দলের বাকি সতীর্থদের সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছেন। কোচ কার্লেস কুয়াদ্রাত কম সময়ের মধ্যে দলকে যেভাবে গুছিয়ে নিয়েছেন তাতে সমর্থকরা আশ্বস্ত।
২৫ সেপ্টেম্বর যুভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ জামশেদপুর এফসির বিরুদ্ধে। এরপর ৩০ সেপ্টেম্বর কলকাতাতেই প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। ৪ অক্টোবর অ্যাওয়ে ম্যাচ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। ২১ অক্টোবর কলকাতাতেই লাল হলুদের ম্যাচ রয়েছে এফসি গোয়ার বিরুদ্ধে। আইএসএলে প্রথম কলকাতা ডার্বি ২৮ অক্টোবর। ৪ নভেম্বর কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। ২৫ নভেম্বর চেন্নাইয়ে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে নামবে কুয়াদ্রাতের দল। ৪ ডিসেম্বর নর্থ–ইস্ট ইউনাইটেড এফসি ও ৯ ডিসেম্বর পাঞ্জাব এফসির বিরুদ্ধে হোম ম্যাচ রয়েছে লাল হলুদের। ১৬ ডিসেম্বর অ্যাওয়ে ম্যাচ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। ২২ ডিসেম্বর কলকাতায় ওডিশা এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!