Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ৯, ২০২৪

নর্থ–ইস্টের বিরুদ্ধে কুয়াদ্রাতের বাজি হতে পারেন ভিক্টর ভাসকোয়েজ

আরম্ভ ওয়েব ডেস্ক
নর্থ–ইস্টের বিরুদ্ধে কুয়াদ্রাতের বাজি হতে পারেন ভিক্টর ভাসকোয়েজ

সুপার কাপ জয়ের পর আইএসএলে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। দুর্দান্ত ফুটবল উপহার দিয়েও জয় আসেনি। ড্র করে মাঠ ছেড়েছিল লালহলুদ ব্রিগেড। এক সপ্তাহ পর আবার আইএসএলে মাঠে নামছে ইস্টবেঙ্গল। সামনে নর্থ–ইস্ট ইউনাইটেড এফসি। নর্থ–ইস্ট ইউনাইটেডকে হারিয়ে জয়ের সরণিতে ফিরতে যায় কুয়াদ্রাতের দল। জয়ের ব্যাপারে আশাবাদী ইস্টবেঙ্গল শিবির। ফুটবলারদের আত্মবিশ্বাসী করে তুলেছে সাম্প্রতিক পারফরমেন্স।
আইএসএলে শেষ ৫ ম্যাচে মাত্র একটাতে জয় এসেছে। আর সেই জয়টা এসেছিল নর্থ–ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। যুবভারতীতে ৫–০ ব্যবধানে বিপক্ষকে উড়িয়ে দিয়েল কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। আইএসএলে এটাই লাল–হলুদের সবথেকে বড় ব্যবধানে জয়। শনিবার গুয়াহাটিতেও যদি আবার নর্থ–ইস্টকে হারাতে পারে, তা হলে চলতি আইএসএলে ‘ডাবল’–এর অধিকারী হবে ইস্টবেঙ্গল।
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামার আগে একেবারেই ভাল অবস্থায় নেয়। শেষ ৮ ম্যাচে একটাও জয় আসেনি। এই অবস্থায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে সেটাই দেখার। জয়ের ব্যাপারে আশাবাদী লাল–হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত। তিনি বলেন, ‘‌ফুটবলাররা দারুণ ছন্দে রয়েছে। নিজেদের খেলা খেলতে পারলে সমস্যা হবে না।’‌
সম্প্রতি আক্রমণভাগের দুই বিদেশি বোরহা হেরেরা ও হাভিয়ে সিভেরিওকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল। নতুন দুই বিদেশি ফেলিসিও ব্রাউন ও ভিক্টর ভাসকোয়েজ যোগ দিয়েছেন। ভিক্টর ভাসকোয়েজ দলের সঙ্গে অনুশীলনও করেছেন। নর্থ–ইস্টের বিরুদ্ধে তাঁকে মাঠে নামাতে পারেন কুয়াদ্রাত। কার্ড সমস্যার জন্য দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার শৌভিক চক্রবর্তীও এই ম্যাচে খেলতে পারবেন না। ডার্বি ম্যাচে গোল করা অজয় ছেত্রি শুরু করতে পারেন। ডার্বিতে চোট পাওয়া মহেশ সিংও খেলার মতো জায়গায় রয়েছেন। আক্রমণে ক্লেটন সিলভার সঙ্গে বিষ্ণু, নন্দকুমার ও মহেশকে দেখা যেতে পারে। তবে চোটের জন্য খেলতে পারবেন না সল ক্রেসপো।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!