Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২৮, ২০২৩

‌জর্ডান এলসির বদলি হিসেবে জর্ডনের জাতীয় দলের ডিফেন্ডারকে নিচ্ছে ইস্টবেঙ্গল

আরম্ভ ওয়েব ডেস্ক
‌জর্ডান এলসির বদলি হিসেবে জর্ডনের জাতীয় দলের ডিফেন্ডারকে নিচ্ছে ইস্টবেঙ্গল

চলতি মরশুমের শুরু থেকেই ইস্টবেঙ্গল রক্ষণকে নির্ভরতা দিয়েছিলেন জর্ডান এলসে। ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে চোট পেয়ে গোটা মরশুম থেকে ছিটকে গেছেন এশিয়া কোটার এই অস্ট্রেলিয়ান ডিফেন্ডার। বেশ কয়েকদিন ধরেই তাঁর বিকল্প খুঁজছিলেন লালহলুদ কর্তারা। অবশেষে জর্ডান এলসের বিকল্প হিসেবে জর্ডনের জাতীয় দলের ফুটবলার হিজাজি মাহেরকে দলে নিল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার সরকারিভাবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে।
জর্ডন এলসের বিকল্প কে হবেন, বেশ কয়েকদিন ধরেই নানারকম জল্পনা–কল্পনা চলছিল। কারণ ট্রান্সফার উইন্ডো আগেই বন্ধ হয়ে গেছে। এমন ফুটবলারকে দলে নিতে হবে, যিনি ফ্রি রয়েছেন। আবার এশীয় কোটারও হতে হবে। বেশ কয়েকদিন ধরেই এইরকম ফুটবলারের খোঁজে ছিলেন লালহলুদ কর্তারা। অবশেষে জর্ডনের জাতীয় দলের ডিফেন্ডার হিজাজিকে মাহেরকে খুঁজে পেয়েছেন। ২৬ বছর বয়সী এই ফুটবলার দীর্ঘদিন ধরেই জাতীয় দলের হয়ে খেলছেন। জর্ডন প্রিমিয়ার লিগে আল হুসেন এফসি–র হয়ে খেলেছেন। এছাড়া লোনে ইরাকের জাখো এফসি–র হয়েও খেলেছেন।
ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতের পছন্দ হয়েছে হিজাজি মাহেরের বায়োডাটা। এক প্রেস বিবৃতিতে কুয়াদ্রাত বলেছেন, ‘‌গত মরশুমে ইরাক প্রিমিয়ার লিগে খেলার পর হিজাজির প্রতিভার পরিচয় পাওয়া গেছে। এশিয়ার অন্যতম সেরা লিগে আরও এক মরশুম খেলার জন্য তৈরি ছিল। আমাদের সৌভাগ্য ওর মতো ফুটবলারকে আমরা পেয়েছি। হিজাজি তরুণ ফুটবলার। আশা করছি ভারতীয় ফুটবলের চ্যালেঞ্জ নিতে পারবে।’
কয়েকদিনের মধ্যেই কলকাতায় চলে আসবেন হিজাজি। প্রথমে তাঁর মেডিকেল টেস্ট হবে। তারপর সই পর্ব। আইএসএল যেহেতু শুরু হয়ে গেছে, হিজাজিতে দ্রুত সই করাতে চান লালহলুদ কর্তারা।‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!