Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১৮, ২০২৩

আর্থিক সমস্যা মেটাতে ক্রাউড ফান্ডিংয়ের রাস্তায় নামল ইস্টবেঙ্গল

আরম্ভ ওয়েব ডেস্ক
আর্থিক সমস্যা মেটাতে ক্রাউড ফান্ডিংয়ের রাস্তায় নামল ইস্টবেঙ্গল

আর্থিক সমস্যা মেটাতে বিদেশের ক্লাবগুলোর মতো ক্রাউড ফান্ডিংয়ের রাস্তায় নামল ইস্টবেঙ্গল। আজ সাংবাদিক সম্মেলন করে সদস্য–সমর্থকদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন সহ–সভাপতি শান্তিরঞ্জন দাশগুপ্ত। ক্লাবের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়েছে।
ক্রাউড ফান্ডিংয়ের জন্য ক্লাবের পক্ষ থেকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টও খোলা হয়েছে। যারা অর্থ সাহায্য করবেন, ক্লাবের পক্ষ থেকে তাদের শংসাপত্র দেওয়া হবে। মূলত ক্লাবের পরিকাঠামো, স্পোর্টস এবং ইয়ুথ ডেভেলপমেন্টের জন্য এই অর্থ ব্যবহার করা হবে। তবে প্রয়োজনে এই অর্থ সিনিয়র দল গঠনের কাজেও ব্যবহার করা হতে পারে। তবে ঠিক হয়েছে প্রাথমিকভাবে এই অর্থ ইয়ুথ ডেভেলপমেন্টের ক্ষেত্রেই ব্যয় করা হবে।
ক্লাবের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, দেশ–বিদেশের বিভিন্ন প্রান্তের সভ্য–সমর্থকরা লিখছেন, বেশ কিছু শুভানুধ্যায়ী সভ্য–সমর্থক ক্লাবে এসে বলছেন, এমনকি একদল সভ্য সমর্থক ক্লাবে এসে বলেছেন, বিদেশের ক্লাবগুলোর মতো কেন ক্লাবেও ক্লাউড ফান্ডিং করা হচ্ছে না। ক্লাব তো তার পরিকাঠামো ও ইয়ুথ ডেভেলপমেন্টের জন্য অর্থ সংগ্রহ করতে একটা ফান্ড তৈরি করতেই পারে। সকলের অনুরোধ পরামর্শকে মাথায় রেখে কর্ম সমিতির সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যারা অর্থ দিতে ইচ্ছুক তারা যেন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ সাহায্য করে।
আর্থিক সমস্যা মেটাতে এর আগে ইউনাইটেড স্পোর্টস ক্রাউড ফান্ডিংয়ের রাস্তায় হেঁটেছিল। যথেষ্ট সাড়াও পেয়েছিল। এবার ইউনাইটেডের দেখানো পথেই হাঁটল ইস্টবেঙ্গল। তবে অনেকের মনে প্রশ্ন উঠছে, লগ্নিকারী সংস্থা থাকতেও কেন ক্রাউড ফান্ডিংয়ের পথে নামতে হচ্ছে ইস্টবেঙ্গলকে?‌ লগ্নিকারী সংস্থা দল গঠনের জন্য যে অর্থ ব্যয় করে, তা যথেষ্ট নয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!