- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ৭, ২০২৪
বাংলাদেশে সাম্প্রদায়িক নিপীড়ন নিয়ে উদ্বেগ, হস্তক্ষেপ চেয়ে মোদিকে চিঠি ইস্টবেঙ্গল কর্তাদের

বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত নিয়ে এবার উদ্বেগ বাংলার ক্রীড়াক্ষেত্রেও। এই বিষয়ে হস্তক্ষেপ চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন ইস্টবেঙ্গল কর্তারা। ওপার বাংলার সঙ্গে শিকড়ের টান আছে বলেই চিঠি দেওয়ার সিদ্ধান্ত।
বিগত বেশ কয়েকমাস ধরেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। রাজনৈতিক পালাবদল ঘটেছে। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যূত করে বর্তমানে তদারকি সরকার দেশ চালাচ্ছে। তদারকি সরকারের প্রধান মহম্মদ ইউনূসের আমলে সাম্প্রদায়িক পরিস্থিতি জটিল হয়েছে। সাম্প্রদায়িক অশান্তি এবং আর্থ সামাজিক অস্হিরতা বাড়ছে ক্রমাগত।ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে গভীর যোগ রয়েছে বাংলাদেশের। ইস্টবেঙ্গল ক্লাবের অনেক সদস্য সমর্থকেরই এখনও ওপার বাংলায় অনেক আত্মীয় পরিজন রয়েছেন। তাদের নিয়েও উদ্বেগে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাব।
কয়েকদিন আগে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা। এই পরিস্থিতিতে শুক্রবার ক্লাবের পক্ষ থেকে হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠিও পাঠানো হয়েছে। যেহেতু বিষয়টা আন্তর্জাতিক ইস্যু, তাই প্রধানমন্ত্রীকেই চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। ক্লাব সূত্রের খবর বাংলাদেশের পরিস্থিতি নিয়েছে তাঁরা যে উদ্বিগ্ন, সেই বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে লেখা চিঠিতে আবেদন জানানো হয়েছে, বাংলাদেশের সাম্প্রদায়িক নিপীড়ন বন্ধ হওয়া দরকার। পাশাপাশি অনুরোধ করা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের সমস্যাটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শান্তি স্থাপনের জন্য উদ্যোগ নেওয়ার।
❤ Support Us