- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ৩০, ২০২৪
ইস্টবেঙ্গল ক্লাবের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন কুয়াদ্রাত

ডুরান্ত কাপে ব্যর্থতা। আইএসএলের প্রথম তিন ম্যাচেও হার। ডুরান্ড কাপ ধরলে টানা ৫ ম্যাচে পরাজয়। খুব খারাপ সময়েই এইরকম পরিস্থিতিতে আগে কখনও পড়েনি ইস্টবেঙ্গল। কোচকে ঘিরে ক্রমশ অসন্তোষ বাড়ছিল লালহলুদ সমর্থকদের। আইএসএলের দ্বিতীয় ম্যাচ থেকেই ধ্বনি উঠেছিল ‘গো ব্যাক কার্লেস’। অবশেষে ইস্টবেঙ্গল কোচের পদ থেকে সরে দাঁড়ালেন কার্লেস কুয়াদ্রাত। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে কুয়াদ্রাতের পদত্যাগের কথা জানানো হয়েছে। আপাতত তাঁর জায়গায় কোচের দায়িত্ব সামলাবেন বিনো জর্জ।
শুক্রবার এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের। ঘরের মাঠে হারতেই সমর্থকদের রোশ গিয়ে পড়ে কোচের ওপর। ম্যাচ শেষে সমর্থকরা ‘গো ব্যাক কার্লেস’ স্লোগান দেন। ম্যাচের পর সমর্থকদের ধৈর্য ধরার কথা বলেন কুয়াদ্রাত। তখনও সরে দাঁড়ানোর ইঙ্গিত দেননি। রবিবার রাতে তাঁর সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব কর্তারা। এরপরই কোচের পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন কুয়াদ্রাত। সোমবারই তিনি কর্তাদের কাছে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।
আজ ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কার্লেস কুয়াদ্রাত। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব সামলাবেন বিনো জর্জ। নতুন কোচ নিয়োগ না হওয়া পর্যন্ত তিনিই কোচের দায়িত্বে থাকবেন। সমর্থকদের কাছে অনুরোধ, অন্তর্বর্তীকালীন কোচ বিনো জর্জের পাশে থাকুন।’ কলকাতা লিগে বিনো জর্জের কোচিংয়ে দুরন্ত ফুটবল খেলছে ইস্টবেঙ্গল। কিন্তু কলকাতা লিগ আর আইএসএলের মধ্যে আকাশ–পাতাল পার্থক্য। এখন দেখার বিনো জর্জের হাত ধরে ইস্টবেঙ্গলের ভাগ্যের চাকা ঘোরে কিনা।
একসময় এই কুয়াদ্রাতকে মাথায় তুলে নাচানাচি করেছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। ১২ বছর পর দলকে ট্রফি এনে দিয়েছিলেন। তাঁর কোচিংয়েই গতবছর সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপে দলকে রানার্স করিয়েছিলেন। যদিও দলকে আইএসএলের প্লেঅফে তুলতে পারেননি। গতবছর পারফরমেন্সের জন্য কুয়াদ্রাতকে ধন্যবাদও জানিয়েছে ইস্টবেঙ্গল।
❤ Support Us