- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১৫, ২০২৪
এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের আলটিন আসির
আগামী মরশুমে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২–এ খেলবে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টস। লিগ–শিল্ড জেতায় মোহনবাগান সরাসরি মূলপর্বে খেলবে। আর সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ায় ইস্টবেঙ্গলকে যোগ্যতা অর্জন পর্ব খেলতে হবে। শনিবার ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ চূড়ান্ত হয়ে গেল। ঘরের মাঠে লাল–হলুদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের আলটিন আসির।
২০১৩ সালে শেষবার এএফসি কাপে খেলেছিল ইস্টবেঙ্গল। দীর্ঘ ১১ বছর পর আবার এশিয়ান স্তরে খেলার সুযোগ পেয়েছে লাল–হলুদ। সুপার কাপে জয় ইস্টবেঙ্গলের সামনে এই সুযোগ এনে দিয়েছে। তবে ইস্টবেঙ্গলকে খেলতে হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক রাউন্ডে। প্রাথমিক রাউন্ডে জিতে মূলপর্বে উঠে আসতে হবে। মোহনবাগান সুপার জায়ান্টস অবশ্য সরাসরি মূলপর্বে খেলবে।
যোগ্যতা অর্জন পর্বে তুর্কমেনিস্তানের আলটিন আসিরের বিরুদ্ধে ঘরের মাঠে খেলার সুযোগ পেয়েছে ইস্টবেঙ্গল। যুবভারতীতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। আলটিন আসিরের খেলার কথা ছিল না। এবছর তুর্কমেনিস্তানের ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন হয়েছে এফকে আর্কাদাগ। লাইসেন্সিং সমস্যার জন্য তারা চ্যাম্পিয়ন্স লিগ ২–তে খেলতে পারবে না তারা। তাই দ্বিতীয় স্থানে থাকা আলটিন আসিরকে যোগ্যতা অর্জন পর্বে খেলার সুযোগ দেওয়া হয়েছে। ইস্টবেঙ্গল যদি এই ম্যাচ জিততে না পারে, তা হলে এএফসি চ্যালেঞ্জার লিগে খেলার সুযোগ পাবে।
অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্টস সরাসরি মূলপর্বে খেলবে। ১৭ সেপ্টেম্বর থেকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্ব শুরু হবে। মোহনবাগানের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। সৌদি আরব, কাতার, উজবেকিস্তান, বাহরিন, ইরানের মতো শক্তিশালী ক্লাব দলগুলো খেলবে গ্রুপ পর্বে।
❤ Support Us