Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৮, ২০২৪

ডার্বির আগেই ইস্টবেঙ্গলের কোচের হটসিটে বসতে চলেছেন স্পেনের অস্কার ব্রুজো

আরম্ভ ওয়েব ডেস্ক
ডার্বির আগেই ইস্টবেঙ্গলের কোচের হটসিটে বসতে চলেছেন স্পেনের অস্কার ব্রুজো

কার্লেস কুয়াদ্রাত সরে যাওয়ার পর লালহলুদ কোচের হটসিটে কে বসবেন, এই নিয়ে বেশ কয়েকদিন ধরে জল্পনা তুঙ্গে। বেশ কয়েকজন লড়াইয়ে রয়েছেন। তবে পাল্লা ভারী অস্কার ব্রুজোরই। এই স্প্যানিশ কোচের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে ইস্টবেঙ্গল কর্তাদের।
১৯ অক্টোবর আইএসএলের ডার্বি। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল। কুয়াদ্রাত পদত্যাগ করার পর এক ম্যাচের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বিনো জর্জকে দায়িত্ব দিয়েছিলেন কর্তারা। জামশেদপুর এফসি–র বিরুদ্ধে জয় আসেনি। দলের হাল ফেরাতে ইস্টবেঙ্গল কর্তারা দ্রুত নতুন কোচের সন্ধানে নেমে পড়ে। তিন–চারজন কোচের সঙ্গে কথাও বলেন কর্তারা। তালিকায় ছিলেন আলবার্তো রোকার মতো কোচও। প্রত্যেকের সাক্ষাৎকার নেওয়া হয়। লালহলুদ কর্তাদের অস্কার ব্রুজোকেই পছন্দ হয়েছে।
বাংলাদেশে সাফল্যের সঙ্গে কোচিং করিয়েছেন অস্কার ব্রুজো। তাঁর কোচিংয়েই দুর্দান্ত সাফল্য পায় বসুন্ধরা কিংস। এবছর জুলাইয়ে বসুন্ধরার কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। একসময় বাংলাদেশ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বও সামলেছেন। ভারতীয় ফুটবল সম্পর্কে যথেষ্ট ধারণা রয়েছে অস্কার ব্রুজোর। দীর্ঘদিন স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার কোচের দায়িত্বে ছিলেন। আইএসএলে মুম্বই সিটি এফসি–র কোচের দায়িত্বও সামলেছেন। ফলে আইএসএল সম্পর্কে ওয়াকিবহাল এই স্প্যানিশ কোচ।
সূত্রের খবর, সাক্ষাৎকারের সময় ইস্টবেঙ্গল কর্তাদের পরিকল্পনার কথাও জানিয়েছেন অস্কার ব্রুজো। দলে কয়েকটা জায়গায় পরিবর্তন জরুরি বলে মনে করেছেন এই স্প্যানিশ কোচ। ব্রুজো দায়িত্ব নিলে জানুয়ারির ট্র‌্যান্সফার উইন্ডোতে ক্লেইটন সিলভা ও হেক্টর ইউস্তেকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে আপাতত ডার্বিতে দলকে ঘুরে দাঁড় করানোই লক্ষ্য ব্রুজোর। দু–একদিনের মধ্যেই তাঁর সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ফেলতে পারেন লালহলুদ কর্তারা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!