Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ১২, ২০২৪

দারুণ ছন্দে ইস্টবেঙ্গল, কাস্টমসের বিরুদ্ধে জয় ৪–১ ব্যবধানে

আরম্ভ ওয়েব ডেস্ক
দারুণ ছন্দে ইস্টবেঙ্গল, কাস্টমসের বিরুদ্ধে জয় ৪–১ ব্যবধানে

কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে গ্রুপ পর্বের ম্যাচে দারুণ ছন্দে দেখা গিয়েছিল ইস্টবেঙ্গলকে। সুপার সিক্সেও সেই ছন্দ ধরে রাখল বিনো জর্জের দল। এদিন ঘরের মাঠে কলকাতা কাস্টমসকে উড়িয়ে দিল ৪–১ ব্যবধানে। পিভি বিষ্ণু, জেসিন টিকে–রা সহজ সুযোগ নষ্ট না করলে আরও বড় ব্যবধানে জয় পেত ইস্টবেঙ্গল।
১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্স অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল। সুপার সিক্সে হোঁচট খেলেই চ্যাম্পিয়নশিপের লড়াই কঠিন হয়ে যাবে। তাই এদিন কলকাতা কাস্টমসের বিরুদ্ধে পূর্ণশক্তির দল নামিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। ম্যাচের শুরু থেকেই লালহলুদের দাপট ছিল। দুই প্রান্ত দিয়ে বারবার আক্রমণ তুলে নিয়ে আসছিলেন আমন সিকে, সায়ন ব্যানার্জিরা। তবে বাঁ প্রান্তে হীরা মণ্ডল কিছুটা নিস্প্রভ ছিলেন। তবে ইস্টবেঙ্গলের সমতা ফেরানোর গোলের কারিগড় ছিলেন হীরাই।
ম্যাচের শুরু থেকে দাপট থাকলেও গোল তুলে নিতে পারছিলেন না আমান সিকে, জেসিন টিকে, পিভি বিষ্ণুরা। বেশ কয়েকটা সুযোগ নষ্ট করেন। উল্টে খেলার গতির বিরুদ্ধে এগিয়ে যায় কাস্টমস। ২৫ মিনিটে মাঝমাঠ থেকে ভেসে আসা বল ডান পায়ে রিসিভ করে বাঁ পায়ের জোরালো টোকায় ইস্টবেঙ্গলের জালে বল জড়িয়ে দেন রবি হাঁসদা। পিছিয়ে পড়ে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। ২৮ মিনিটে সমতা ফেরানোর সুযোগও এসেছিল। কিন্তু কাজে লাগাতে পারেননি জেসিন টিকে। ৩৮ মিনিটে জেসিনের সেন্টারে ৬ গজ বক্সের মধ্যে থেকে বলে মাথা ছোঁয়াতে পারেননি পিভি বিষ্ণু।
অবশেষে ৪৪ মিনিটে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। বাঁপ্রান্ত ধরে ওভারল্যাপে উঠে বাঁপায়ে সেন্টার করেছিলেন হীরা মণ্ডল। অরক্ষিত শ্যামল বেসরা হেডে জালে বল জড়িয়ে সমতা ফেরান। প্রথমার্ধে এই একবারই ওভারল্যাপে উঠে আসার সুযোগ পেয়েছিলেন হীরা। আর তাতেই গোলের বল তৈরি। পরের মিনিটেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। আমন সিকে–র কাছ থেকে বল পেয়ে বক্সে ঢুকে মাইনাস করেন জেসিন টিকে। পেছন থেকে উঠে আসা পিভি বিষ্ণুর বল জালে জড়াতে অসুবিধা হয়নি।
দ্বিতীয়ার্ধেও দাপট নিয়ে শুরু করেছিল ইস্টবেঙ্গল। কাস্টমসও প্রতিআক্রমণে উঠে এসে ইস্টবেঙ্গল বক্সে হানা দেওয়ার চেষ্টা করছিল। এর মধ্যেই ৫১ মিনিটে তৃতীয় গোল তুলে নেয় ইস্টবেঙ্গল। আমন সিকে–র কাছ থেকে বল পেয়ে তিনজন ফুটবলারকে ড্রিবল করে বাঁপায়ের শটে গোল করেন পিভি বিষ্ণু। ৭৩ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে চতুর্থ গোলটি করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা আদিল আমল। ডানদিক থেকে ভেসে আসা সেন্টার বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে ৪–১ করেন আদিল। ৮০ মিনিটে ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ হাতছাড়া করেন জেসিন টিকে। ৮৭ মিনিটে বিষ্ণুর শট কাস্টমস গোলকিপারের হাতে লেগে বারে লেগে ফিরে আসে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!