- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২৮, ২০২৪
ঘরের মাঠে এফ সি গোয়ার কাছে ৩–২ ব্যবধানে হার ইস্টবেঙ্গলের

আগের ম্যাচে হারের পরই স্টেডিয়ামে উঠেছিল ‘গো ব্যাক কুয়াদ্রাত’ ধ্বনি। শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ধ্বনিটা আরও জোরালো হল। কেনই বা হবে না? ডুরান্ড কাপ থেকে টানা ৫ ম্যাচে হার। আইএসএলে হারের হ্যাটট্রিক। শেষ কবে ইস্টবেঙ্গল টানা ৫ ম্যাচ হেরেছিল, পরিসংখ্যানবিদরাও মনে করতে পারছেন না। এদিন এফসি গোয়ার বিরুদ্ধে হার ৩–২ ব্যবধানে। রক্ষণের হতশ্রী চেহারাটা আরও একবার ফুটে উঠল। লালহলুদ রক্ষণকে ফালাফালা করে দিলেন ইস্টবেঙ্গলেরই প্রাক্তনী বোরহা হেরেরা। পুরনো দলের বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক বোরহার। ইস্টবেঙ্গলের হয়ে দুটি গোল মাদিহ তালাল ও ডেভিডের।
আগের দুটি ম্যাচে ইস্টবেঙ্গলের রক্ষণের দুর্বলতা নজর এড়ায়নি এফ সি গোয়া কোচ মানোলো মার্কুয়েজের। দুর্বলতা কাজে লাগাতে চেয়েছিলেন। তাই ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিলেন। রক্ষণের দুর্বলতা ঢাকতে সেন্ট্রাল ডিফেন্স থেকে তুলে হেক্টর ইউস্তেকে ডিফেন্সিব ব্লকারের নামান। আর রক্ষড়ে আনোয়ারের পাশে হিজাজি মাহের। তাতেও লালহলুদ রক্ষণের দুর্বলতা কাটেনি। অনভ্যস্ত পজিশনে একেবারেই মানিয়ে নিতে পারেননি ইউস্তে।
ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় এফ সি গোয়া। বাঁদিক থেকে উঠে এসে ডেজান ড্রাজিকের নীচু সেন্টার করেছিলেন। প্রভসুখন গিলের জায়গায় এদিন খেলতে নামা দেবজিৎ মজুমদার বল ধরার জন্য ঝাঁপালে তাঁর হাত থেকে বল ছিটকে যায়। ফাঁকায় দাঁড়ানো বোরহা বল জালে পাঠান। ২০ মিনিটে সেই বোরহার পা থেকেই আসে দ্বিতীয় গোল। গোয় রক্ষণ থেকে ভেসে আসা বল ক্লিয়ার করতে পারেননি হিজাজি। বরিস কেড়ে নিয়ে মাইনাস করেন। বিনা বাধায় বল জালে পাঠান বোরহা। ২৮ মিনিটে ব্যবধান কমান মাদিহ তালাল। নিজেদের বক্সের ডানদিকে তাঁকে ফাউল করেন নিম দোরজি। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করেন তালাল।
লালহলুদ সমর্থকরা আশায় ছিলেন, দ্বিতীয়ার্ধে ফুটবলাররা জ্বলে উঠবেন। কিন্তু ক্লেইটনরা সেভাবে সুযোগ তৈরি করতে পারছিলেন না। উল্টে ম্যাচের ৭১ মিনিটে আবার গোল হজম করে বসে ইস্টবেঙ্গল। উদান্ত সিংয়ের কাছ থেকে বল পেয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন বোরহা। হিজাজিকে সামনে থাকলেও বোরহাকে বাধা দেওয়ার চেষ্টা করেননি। ৮০ মিনিটে গোয়ার কার্ল ম্যাকহিউ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। সেই সুযোগে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে ইস্টবেঙ্গল। ৮৫ মিনিটে আনোয়ারের দূরপাল্লার শট কোনও মতে রক্ষা করেন গোয়ান গোলকিপার। ফিরতি বলে দুরন্ত শটে গোল করলেন ডেভিড। বাকি সময়ে চাপ রাখলেও সমতা ফেরানোর গোল তুলে নিতে পারেনি ইস্টবেঙ্গল।
❤ Support Us