Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ১৬, ২০২৪

নির্বাচনের প্রাক্কালে তল্লাশি চালিয়ে নগদ অর্থ ও মাদকসহ প্রায় ৪৬৫০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন

আরম্ভ ওয়েব ডেস্ক
নির্বাচনের প্রাক্কালে তল্লাশি চালিয়ে নগদ অর্থ ও মাদকসহ প্রায় ৪৬৫০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন

সাধারণ নির্বাচনের প্রাক্কালে গোটা দেশ জুড়ে তল্লাশি অভিযান চালিয়ে নগদ অর্থ ও মাদকসহ প্রায় ৪৬৫০ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। দেশের ৭৫ বছরের ইতিহাসে এক পরিমান অর্থ আগে কখনও বাজেয়াপ্ত হয়নি। এমনই জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। ২০১৯ সালে সাধারণ নির্বাচনের সময় ৩৪৭৫ কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। এবছর তার থেকে অনেক বেশি পরিমান টাকা বাজেয়াপ্ত হয়েছে।

এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, ৪৬৫০ কোটি টাকার মধ্যে ২০৬৯ কোটি টাকার মাদক, ৩৯৫ কোটি টাকারও বেশি নগদ অর্থ এবং ৪৮৯ কোটি টাকার বেশি মূল্যের মদ অন্তর্ভুক্ত রয়েছে। ১ মার্চ থেকে নির্বাচন কমিশন প্রতিদিন প্রায় ১০০ কোটি টাকার পণ্য বাজেয়াপ্ত করছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‌বিস্তৃত পরিকল্পনা, বিভিন্ন সহযোগিতা এবং এজেন্সিগুলিরস প্রতিরোধ ব্যবস্থা, সক্রিয় নাগরিক অংশগ্রহণ এবং প্রযুক্তির সর্বোত্তম সাহায্যের মাধ্যমে এই বিপুল পরিমান অর্থ আটক করা সম্ভব হয়েছে।’‌

নির্বাচন কমিশন বলেছে, কালো টাকা ব্যবহার এবং অধিকতর রাজনৈতিক অর্থায়ন অধিক সম্পদশালী দল বা প্রার্থীর নির্বাচনী ক্ষেত্রকে ব্যাহত করতে পারে। লোকসভা নির্বাচনকে প্রলোভন ও নির্বাচনী অপব্যবহার মুক্ত করার এবং একটা সমান নির্বাচনী ক্ষেত্র হিসেবে নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ অংশ ছিল অর্থ বাজেয়াপ্ত করা। নির্বাচন কমিশন আরও বলেছে যে, যেমন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার তল্লাশি করা প্রলোভনমুক্ত নির্বাচন নিশ্চিত করার জন্য আদর্শ নির্দেশাবলীর অংশ ছিল।

নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার এবং এনফোর্সমেন্ট এজেন্সিদের এয়ারফিল্ড ও হেলিপ্যাডের ওপর কড়া নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। আকাশপথে অর্থ যাতে বহন করতে না পারে, তা নিশ্চিত করার জন্য সারা দেশে সরকারি এবং বেসরকারি উভয় বিমানক্ষেত্রে এই ধরনের অনুসন্ধান করা হচ্ছে।

কেরালার ওয়ানাড়ে নিজের নির্বাচনী এলাকায় যাওয়ার সময় তামিলনাড়ুর নীলগিরিতে রাহুল গান্ধীর হেলিকপ্টারে নির্বাচনী আধিকারিকরা তল্লাশি চালান। হেলিকপ্টার অবতরণের পর ফ্লাইং স্কোয়াডের কর্মকর্তারা তল্লাশি চালান। হলদিয়া যাওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার তল্লাশি করেন আয়কর দফতরের কর্মীরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!