- এই মুহূর্তে দে । শ
- মে ১৫, ২০২৪
ভোটের বিজ্ঞাপনী প্রচারে এগিয়ে বিজেপি।নির্বাচন কমিশনের অনুমোদনের অপেক্ষায় ৫১৭ আবেদন

হিন্দিতে একটি প্রবাদ আছে,’যো দিখতা হ্যায়, উয়ো বিকতা হ্যায়’, অর্থাৎ যা সহজে চোখে পড়ে, তার কদর বাড়ে। এই কথাকেই আপ্তবাক্য করেছে দেশের রাজনৈতিক দলগুলি। নির্বাচনের প্রচারে ব্যয় করছে কোটি কোটি টাকা। সেখানে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসবই বা বাদ যাবে কেন !
একটি নির্বাচন মানে তার একটি গুরুত্বপূর্ণ অংশ হল ‘ প্রচার।’ হোর্ডিং, ব্যানার, পোস্টার দিয়ে সবসময় তারা মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে চান।
এইবারের লোকসভা নির্বাচনে বিজ্ঞাপনী প্রচারে কয়েকশো কোটি টাকা খরচ করেছে বিজেপি। আবেদন জমা পড়েছে শতাধিক। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর এবারের ভোটে বিজ্ঞাপনী প্রচারের খরচে সবাইকে পিছনে ফেলেছে কেন্দ্রের শাসক দল । দিল্লির চিফ ইলেক্টরাল অফিস সুত্রে জানা যাচ্ছে, লোকসভা ভোটের আবহে নিজেদের দলীয় প্রচারের বিজ্ঞাপনে বিরোধীদের থেকে অনেকটাই এগিয়ে পদ্ম শিবির। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, শুধু নয়াদিল্লিতেই ১৩ মার্চ থেকে ৮মে পর্যন্ত, ২০৮৪টি বিজ্ঞাপন দেওয়ার পরিকল্পণা করেছে বিজেপি ।ইতিমধ্যেই এবিষয়ে আবেদন জমা পড়েছে ৫১৭ টি।
দেশের ‘গ্রান্ড ওল্ড পার্টি’ কংগ্রেসের তরফে জমা পড়েছে ১১৮টি আবেদন। তারা ৩৪৯টি বিজ্ঞাপনের অনুমতির জন্য আবেদন করেছে । আম আদমি পার্টির তরফে অনুমোদনের আবেদন জমা পড়েছে মাত্র ৬টি।
সারা দেশ জুড়ে সমস্ত রাজনৈতিক দলগুলির ৬৩৮ টি আবেদনের ভিত্তিতে অনুমোদন প্রাপ্ত বিজ্ঞাপনের সংখ্যা ২৪২৩, যার মধ্যে পদ্ম শিবিরের উপস্থিতিই জোরদার। বিজেপির তরফে অবশ্য ১৬টি বিজ্ঞাপন এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছে। দিল্লির চিফ ইলেক্টরাল অফিসের আধিকারিকেরা জানাচ্ছেন, সমস্ত রাজনৈতিক দলগুলি নির্বাচনের সময় নানা রকম বিজ্ঞাপন, স্বল্প দৈর্ঘ্যের সিনেমা তৈরি করে। কিন্তু নির্বাচনের জন্য যে আদর্শ আচরণবিধি চালু থাকে তার বাইরে কোনো দল যেতে পারেনা। ফলে তাদের নির্বাচনী অফিসের অনুমোদনের দিকে তাকিয়ে থাকতে হয়।
বিজ্ঞাপনে খরচের বহরেও সবাইকে ছাপিয়ে গেছে বিজেপি। এই খাতে তাদের খরচ এখনও পর্যন্ত ১০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।গুগল বিজ্ঞাপনেও তারাই এগিয়ে।
❤ Support Us