- এই মুহূর্তে দে । শ
- মার্চ ২১, ২০২৪
নির্বাচনী বন্ড ছাড়াই রাজনৈতিক দলের তহবিলে দশ বছরে ৭৭২৬ কোটি টাকা অনুদান।প্রাপ্তির তালিকা শীর্ষে বিজেপি
২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত নির্বাচনী বন্ড ছাড়াই রাজনৈতিক দলগুলি ৭৭২৬ কোটি টাকা অনুদান পেয়েছে। ভারতের নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য উঠে আসছে। সবথেকে বেশি অনুদান পেয়েছে বিজেপি।
গত ১০ বছরে বিজেপি প্রায় ৫ হাজার কোটি টাকা অনুদান পেয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন সূত্রে যে তথ্য বেরিয়ে এসেছে, তাতে ৭৭২৬ কোটি টাকার মধ্যে বিজেপি–র ভান্ডারে ঢুকেছে ৬৪.৭ শতাংশ। তারপরে রয়েছে কংগ্রেস। কংগ্রেস পেয়েছে ১০.৭ শতাংশ। এরপরে ভারত রাষ্ট্র সমিতি পেয়েছে ৩.৩ শতাংশ এবং আম আদমি পার্টি পেয়েছে ৩.১ শতাংশ। মোট অনুদানের বড় অংশই স্বচ্ছ উপায়ে রাজনৈতিক তহবিলে এসেছে।
২০১৮ সালে নির্বাচনী বন্ড প্রকল্প চালু হওয়ার আগে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার ২০০৩ সালে একটি অনুদান আইন লাগু করে । সেই আইনের অধীনে একলপ্তে ২০ হাজার টাকার বেশি অনুদান গ্রহণের অনুমতি ছিল না । তবে এই বন্ড সম্পূর্ণ রূপেই আয়কর মুক্ত ছিল । ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই আইন অনুসারে সবচেয়ে লাভবান হয় বিজেপি ।
গত কয়েক বছরে কর্পোরেট অনুদান দাতাদের মধ্যে প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট সবার শীর্ষে । ২০২৩ আর্থিক বছরে প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট বিজেপিকে ২৫৬ কোটি টাকা এবং ভারত রাষ্ট্র সমিতিকে ৯০ কোটি টাকার অনুদান দিয়েছে । এমকেজে এন্টারপ্রাইজ লিমিটেড কংগ্রেসকে দিয়েছে ৪৫ কোটি টাকা । বিজি শিরকে কনস্ট্রাকশন টেকনোলজি বিজেপিকে ৩৫ কোটি টাকা অনুদান দিয়েছে।
❤ Support Us