- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ১৭, ২০২৪
‘শালীনতার সীমালঙ্ঘন’ করেছেন অভিজিৎ। মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া নির্বাচন কমিশনের, পাঠানো হল শোকজ নোটিশ

বৃহস্পতিবারই প্রাক্তন বিচারপতির বেসামাল বক্তব্যকে ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। তমলুক কেন্দ্রের লোকসভা প্রার্থী, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ওই মন্তব্যকে ঘিরে ক্ষোভ উগড়ে দিয়েছিল রাজ্যের শাসকদল। সেই মন্তব্যের বিরোধীতা করে নির্বাচন কমিশনেও চিঠি দিয়েছিল তৃণমূল। ‘শালীনতার সীমালঙ্ঘনকারী’ বাক্য প্রয়োগের জন্য এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নোটিশ দিল কমিশন।
বুধবার হলদিয়ার চৈতন্যপুরে নির্বাচনী প্রচার সভায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম করে বেনজির আক্রমণ করেছিলেন তমলুক লোকসভা আসনের প্রার্থী। সভামঞ্চে তাঁর ওই বক্তব্য ছড়িয়ে পড়ে নিমেষে। রাজ্য জুড়েই ওঠে সমালোচনার ঝড়। চৈতন্যপুরের সভামঞ্চে দাড়িয়ে অভিজিৎ গাঙ্গুলিকে বলতে শোনা যায়, ‘ তৃণমূল বলছে রেখা পাত্রকে কেনা হয়েছিল ২০০০ টাকায় ! মমতা বন্দোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও?…একজন মহিলা হয়ে উনি এক মহিলা সম্পর্কে এ কথা বলেন কী করে? উনি আদেও মহিলা কিনা তা নিয়ে সন্দেহ আছে আমার।’
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের কড়া নিন্দা করে রাজ্যের শাসক দল। বৃহস্পতিবারই তৃণমূলের তরফে বলা হয়, ভদ্রতার সীমালঙ্ঘন করেছেন অভিজিৎ। তিনি এতাইটা নীচে নেমেছেন যে, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর দাম ঠিক করছেন। জনসমক্ষে একথা বলে তিনি শুধু মমতা বন্দোপাধ্যায়কে অপমান করেননি, বাংলার মহিলাদেরও অপমান করেছেন। এরপরই তাঁর বক্তব্যের প্রতিরূপ সহ কমিশনে চিঠি দেয় তৃণমূল কংগ্রেস।
শুক্রবার সেই চিঠির জবাবে নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওই মন্তব্য,’সর্বার্থে ভুল, বিচারবুদ্ধিহীন, শালীনতার সীমালঙ্ঘনকারী এবং কুরুচিকর ।’ অবিলম্বে তমলুক লোকসভার প্রার্থীকে এই বক্তব্যের কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন । সোমবার ২০ মের মধ্যে তাঁকে এর জবাব দিতে হবে । কমিশনের তরফে এও বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জবাব না দেন, তাঁর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের দায়ে পদক্ষেপ নেওয়া হবে ।
❤ Support Us