- দে । শ প্রচ্ছদ রচনা
- অক্টোবর ৩, ২০২৩
আজ ইডির তোলবে অভিষেক আসছেন না, আদালতে কী বলবে ইডি ?

আজ ৩ অক্টোবর, মঙ্গলবার। ইডি নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে। অন্যদিকে আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পূর্বঘোষিত রাজনৈতিক কর্মসূচি রয়েছে দিল্লিতে, তাই তিনি হাজিরায় যেতে পারবেন না । এদিকে কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা ইডিকে নির্দেশ দিয়েছেন ৩ অক্টোবর ইডির তদন্তে যেন কোনও রকম বাধা এসে থমকে না যায়। তবে নিজের এক্স-হ্যান্ডলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ইডির নোটিশ পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ঘোষণা করেছিলেন যে, ৩ অক্টোবর দিল্লিতে পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচি থাকায় ওই হাজিরা দিতে পারবেন না তিনি। কিন্তু তার পরে কলকাতা হাই কোর্টে বিচারপতি অমৃতা সিংহকে বলতে শোনা গিয়েছে, ৩ অক্টোবর যেন তদন্তের কাজ কোনও মতেই ব্যাহত না হয়। এই পরিস্থিতিতে আইনজীবী মহল থেকে রাজনীর জগৎ সর্বত্র একটাই প্রশ্ন, অভিষেক শেষ পর্যন্ত ‘না আসার’ সিদ্ধান্তে অটল থাকলে, কী করবে ইডি? এদিকে অভিষেক ইডির হাজিরায় না এলে ইডিকে আদালতে প্রমাণ করতে হবে যে ‘তদন্তের কাজে ভাটা পড়েনি, পরবর্তী শুনানির দিনে বিচারপতির সামনে এই যে তদন্তের কাজে ভাতা পড়েনি সেটা কী ভাবে তুলে ধরবে কেন্দ্রীয় সংস্থাটি? এটাই ইডির কাছে বড় দায় হয়ে দাঁড়াবে। প্রশ্ন উঠছে তাহলে কী তদন্তের অন্য কাজ এগিয়ে নিয়ে অভিষেককে অন্য দিন তলব করবে ইডি? এমন অনেক সম্বভবনা জল্পনায় আসছে।
ইডি সূত্রে খবর, অভিষেকের তরফে তদন্তে না আসার কথা জানিয়ে কোনও ই-মেল বা চিঠি তাদের কাছে আসেনি। সোশ্যাল মিডিয়াতে অভিষেক ইডির হাজিরায় আসা না আসা নিয়ে যা লিখেছেন সেটাকে ইডি অফিসিয়াল নোটি হিসেবে ধরছে না। হাজিরায় না আসতে পারলে, সরাসরি তা জানানোই নিয়ম । নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে অভিষেককে। সেই সিইও-র তরফে গরহাজিরার চিঠি শেষ পর্যন্ত ইডির কাছে এলে, তার পরে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে ইডি।
রাজনীতির প্যাঁচে পড়ে সিদ্ধান্ত শেষ মুহূর্তেও কোন দিকে বাঁক নেয়, তা আগাম বলা মুশকিল বলে জানাচ্ছেন আইনজ্ঞরা। অভিজ্ঞ আইনজীবীদের কেউ কেউ বলছেন, যেহেতু সর্বসমক্ষে ঘোষণা করেছেন, তাই মঙ্গলবার ইডি-র দফতরে অভিষেকের হাজির না-হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু তবু যতক্ষণ সে কথা চিঠি বা ই-মেলে না জানাচ্ছেন, ততক্ষণ একশো শতাংশ নিশ্চিত হওয়া কঠিন। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই প্রসঙ্গে বলেছেন, “আইনের হাত অনেক লম্বা।”
এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির ডাকে হাজির হচ্ছেন না সিজিও কমপ্লেক্সে। এখন দেখার অভিষেক হাজিরায় না গেলে ইডি শেষ পর্যন্ত কী করে !
❤ Support Us