- এই মুহূর্তে দে । শ
- মে ১১, ২০২৪
ইডির র্যাডারে এবার ‘চালু’ রেশন কার্ড, খাদ্য দফতরে চিঠি পাঠিয়ে তথ্য তালাশ কেন্দ্রীয় সংস্থার

রাজ্যে সক্রিয় রেশন কার্ডের সংখ্যা কত , তা জানতে চেয়ে খাদ্য দপ্তরকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেণ্ট ডিরেক্টরেট(ইডি)। যদিও সেই চিঠির জবাব এখনও আসেনি বলে খবর পাওয়া যাচ্ছে।
এই মর্মে খাদ্য দফতরের কাছে ২০১৯ এর তথ্যও জানতে চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাঁচ বছর আগে কত সংখ্যক চালু রেশন কার্ড ছিল, এবং বর্তমানে তার সংখ্যা কত, সেগুলি থেকে নিয়মিত রেশন তোলা হয় কিনা, তা ওই চিঠিতে জানতে চাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
খাদ্য দফতরের কাছে ইডির দ্বিতীয় প্রশ্ন, ডিজিটালাইজ়ড হওয়ার পরে কত কার্ড বাতিল হয়েছে? ইডির সূত্র মোতাবেক, কার্ডের মাধ্যমে কোনোরকম দুর্নীতি হয়েছে কিনা, কোনো ব্যক্তির মৃত্যুর পরেও তাঁর রেশন কার্ড বাতিল নিয়মমাফিক পদ্ধতিতে হয়েছে কিনা, সেই বিষয়ে খোঁজখবর করছে তারা। ভুয়ো কার্ডের মাধ্যমে রেশন তোলা হয়েছে কিনা, তা জানার দিকে এগোচ্ছে এনফোর্সমেণ্ট ডিরেক্টরেট।
রাজ্যে রেশন দুর্নীতি কান্ডে ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে সংশোধনাগারে আছেন প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর ঘনিষ্ঠ বাকিবুর রহমান। এই দুর্নীতির পিছনে আর কারা রয়েছে, কোথায় গিয়ে এই তদন্ত শেষ হবে, সেই দিকে তাকিয়ে ইডির আধিকারিকরা।
❤ Support Us