- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১৮, ২০২৩
সুজয়কৃষ্ণর স্বাস্থ্যের খোঁজ নিতে এসএসকেএম -এ ইডি, গ্রেফতারের পর থেকে বেশি সময় হাসপাতালে কালীঘাটের কাকু, বিষয়টি আদালতে তুলতে পারে তদন্তকারী সংস্থা

নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত ৩০ মে কালীঘাটের কাকু বা সুজয়কৃষ্ণ ভদ্রকে ইডি গ্রেফতার করে। তার পর থেকে বেশিরভাগ সময়ই কালীঘাটের কাকু হাসপাতালে। বুধবার কালীঘাটের কাকুকে দেখতে হঠাৎই ইডির তদন্তকারী অফিসাররা এসএসকেএম হাসপাতালে গিয়ে হাজির হন। চিকিৎসকদের কাছে খেঁজ নেন, কেমন আছেন সুজয়কৃষ্ণ ভদ্র। গ্রেফতার হওয়ার পর থেকে বেশিটা সময় কাকীঘাটের কাকু হাসপাতালেই কাটাচ্ছেন। তাই তদন্তের কাজ ব্যাহত হচ্ছে। তাই এবার এই বিষয়টি আদালতে তুলেত চলেছে ইডি।
গত অগস্ট বাইপাস সার্জারি হয় কালীঘাটের কাকুর। তারপর তিনি ছাড়া পান, তারপর ফের অসুস্থ হয়ে পড়ায় গত ২২ অগস্ট তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। সেই থেকে হাসপাতালেই রয়েছেন কালীঘাটের কাকু। হাসপাতালে ভর্তির দিন, ২২ অগস্ট সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কালীঘাটের কাকু মেজাজ হারিয়ে যে চিৎকার করে ছিলেন, তাতে বোঝার উপায় ছিল না যে তিনি হাসপাতালে ভার্তি হওয়ার মতো অসুস্থ। অথচ তিনি হাসপাতালে ভর্তি হলেন এবং এখনও হাসপাতালেই আছেন। এদিকে তাঁকে জেরা করতে না পারায় ডদন্ত গতিহারা হচ্ছে। ফলে ইডি এখন দিনের পর দিন সুজয়কৃষ্ণের হাসপাতালে ভর্তি থাকা নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চলেছে, সেকারণেই বুধবার আচমকা এসএসকেএম অভিযান করল ইডি।
ইডি মনে করছে, কালীঘাটের কাকুকে জেরা করে নিয়োগ দুর্নীতিকাণ্ডের আরও অনেক তথ্য তাদের হাতে আসতে পারে। সেই কারণেই তাঁকে আরও জেরা করা দরকার। এই কারণেই গত দু মাস ধরে এসএসকেএম হাসপাতালে সুজয়কৃষ্ণ ভদ্রর কি চিকিৎসা হচ্ছে তার খোঁজ নিতে গিয়েছিল ইডির তদন্তকারীরা।
❤ Support Us