Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৬, ২০২৪

শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট সার্কুলার ইডির। ভাইরাল নেতার অডিও বার্তা

আরম্ভ ওয়েব ডেস্ক
শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট সার্কুলার ইডির। ভাইরাল নেতার অডিও বার্তা

তৃণমূল নেতা শেখ শাজাহানের বিরুদ্ধে বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করল ইডি। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে এই বার্তা দিয়েছে ইডি। দেশের সবকটি বিমানবন্দরে পাঠানো হল সার্কুলার। তবে শুধু শেখ শাহজাহানই নন, তাঁর পরিবারের সদস্যদের নামেও লুকআউট সার্কুলার জারি করেছে ইডি। লুকআউট সার্কুলার জারির ফলে দেশ ছেড়ে পালতে পারবে না শেখ শাহাজাহান।

তবে এরই মধ্যে শনিবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “ইডি রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলেছে। রাজ্য ৪৮ ঘণ্টার মধ্যে শেখ শাহাজানকে ইডির হাতে তুলে দেবে বলে রাজ্য ও ইডি-র সঙ্গে কথা হয়েছে।” তবে ইডি-র তরফে কুণাল ঘোষের এই দাবি সমর্থন করা হয়নি।

পাশাপাশি শনিবার একটি অডিও ভাইরাল হয়েছে তাতে একটি কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তাতে বলা হচ্ছে, “আমি শেখ শাহজাহান বলছি। এই সব ইডি, সিবিআইকে নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই। শুভবুদ্ধিসম্পন্ন মানুষ বুঝতে পারছ, পুরোটাই চক্রান্ত। আমার অঞ্চলের সভাপতি যাঁরা আছেন, যাঁরা যুব সভাপতি যাঁরা আছেন, তৃণমূল কংগ্রেসের সৈনিক যাঁরা আছেন, সবার কাছে আমার অনুরোধ— এই সব সিবিআই, ইডিকে নিয়ে কোনও ভয় নেই। শুভবুদ্ধিসম্পন্ন মানুষ তোমরা বুঝতে পারছ, এটা একটা ষড়যন্ত্র। রাজনৈতিক ষড়যন্ত্র। ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেশখালিতে তৃণমূলকে দুমড়ে দিতে পারবে। ‘অতএব ভয় পাওয়ার কিছু নেই। আমার মতো হাজার হাজার শেখ শাহজাহান আছে। আর তোমরা তৃণমূলের সৈনিক। যে ভাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার, আপনার পরিবারের জন্য করেছেন, তা অস্বীকার করার কোনও উপায় নেই। আমরা সবাই মানুষ। মৃত্যু যে সত্য, একে অস্বীকার করার কোনও জায়গা নেই। সবাইকে করজোড়ে অনুরোধ করছি, মনুষ্যত্ব বিসর্জন দেবেন না। মৃত্যু হবেই। কেউ আগে আর কেউ পরে (মারা যাবেন)। ইডি-সিবিআই যেটা করছে, সেটা যে রাজনৈতিক ষড়যন্ত্র, সবাই বুঝতে পারছেন। আমি কোনও দিন অন্যায়, কোনও অপরাধের সঙ্গে যুক্ত নয়। কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি কোনও রকম অপরাধে যুক্ত, তা হলে আমি আমার নিজের মুণ্ডুটা নিজে কেটে দেব। কোনও দিন কোনও মানুষের সামনে মুখ দেখাব না। সবার কাছে আমার আহ্বান, আপনারা আস্থা-বিশ্বাস রাখুন, আমি কোনও অন্যায়, অপরাধের সঙ্গে যুক্ত নই। যত দিন বেঁচে থাকব অন্যায়ের সঙ্গে আপোষ করব না। তাই ওরা যে ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী, ওরা যে চক্রান্ত করছে— এটা মিথ্যা এবং ভাঁওতাবাজি সেটা প্রমাণ হবে। আপনারা আস্থা হারাবেন না। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে সকল সম্প্রদায়ের মানুষের যে ভাবে কাজ করছেন, সেই মানুষটার মুখের দিকে তাকিয়ে আমার কী হবে, আমার কোথায় যাব, সে চিন্তা আপনাদের করার দরকার নেই। সমস্ত অঞ্চল সভাপতি, যুব কমিটি এবং মহিলা কমিটির সভানেত্রী, বুথ সভাপতি এবং সঙ্গীদের কাছেও আবেদন রাখছি, আপনারা সংগঠন চালিয়ে যান। ভয় পাবেন না। মৃত্য়ু এক দিন হবেই। তবে এই ষড়যন্ত্রকারীরা এক দিন নিপাত যাবে। সেই আস্থা-ভরসা রাখুন। সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানালাম।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!