Advertisement
  • দে । শ
  • মার্চ ২২, ২০২৩

২৯ মার্চ থেকে রাজধানীতে দু’দিনব্যাপী ধরনায় মমতা বন্দ্যোপাধ্যায়, ওইদিনই রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে কয়লাপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে দিল্লিতে ডেকে পাঠালো ইডি

আরম্ভ ওয়েব ডেস্ক
২৯ মার্চ থেকে রাজধানীতে দু’দিনব্যাপী ধরনায় মমতা বন্দ্যোপাধ্যায়, ওইদিনই রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে কয়লাপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে দিল্লিতে ডেকে পাঠালো ইডি

রাজ্যের প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আগামী ২৯ মার্চ থেকে দিল্লিতে দু’দিনের জন্যে অবস্থান ধরনায় বসতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে কয়লাপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্যে দিল্লিতে ডেকে পাঠালো ইডি।

সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় ইডি মলয়বাবুকে নোটিশ পাঠিয়েছে। ২৯ মার্চ সকাল এগারোটার মধ্যে মলয়বাবুকে হাজির থাকতে বলা হয়েছে রাজধানীতে ইডির সদর দফতরে। অন্যদিকে, বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্যে ইডি তলব করেছে মলয় ঘটকের আপ্ত সহায়ককেও।

ইডি সূত্রে জানা গিয়েছে, কয়লাপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্যে আসানসোলের একাধিক কাউন্সিলরকেও দিল্লিতে ইডির সদর দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। কারণ ইডির দাবি, কয়লাপাচার কাণ্ডের তদন্তে নেমে ইডি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছে। এর ভিত্তিতে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক থেকে শুরু করে তাঁর আপ্ত সহায়ক এবং কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদের পথে হাঁটতে পারে ইডি।

২০২২ সালে কয়লাপাচার কাণ্ডে মলয়বাবুর বিরুদ্ধে তদন্তে নামে সিবিআই। গত বছরের সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের আসানসোল শহরের বাড়িতেও হানা দিয়েছেন। ওইসময়ে সিবিআই আধিকারিকরা একইসঙ্গে হানা দেন আসানসোলে মলয়বাবুর পৈতৃক ভিটে এবং কলকাতায় তাঁর লেক গার্ডেন্সের বাড়িতে।

কয়লাপাচার কাণ্ডে এর আগেও রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে নোটিশ পাঠিয়েছে ইডি। তখন সেই ডাকে সাড়াও দিয়েছেন মলয়বাবু। তবে ইডি তাঁকে ফের দিল্লিতে ডেকে পাঠানোর পরে মলয়বাবু দিল্লি যাবেন কিনা তা এখনও জানা যায়নি।

ওয়াকিবহাল মহল মনে করছে, রাজধানীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান ধরনা শুরুর দিনেই মলয়বাবুকে ডেকে পাঠিয়ে ইডি নতুন করে চাপ বাড়াতে চলেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!