- দে । শ প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ৪, ২০২৪
ইডির নতুন সমন প্রস্তুতিতে আপ শিবিরে আশঙ্কা।আজই কী গ্রেফতার কেজরিওয়াল ?
কেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন্দ্রীয় এজেন্সির সামনে হাজির হতে অস্বীকার করেছেন, সেই সংক্রান্ত তাঁর উত্তর পরীক্ষা করছে ইডি। আবগারি নীতি মামলায় ইডি দিল্লির মুখ্যমন্ত্রীকে এবার সমন জারি করতে পারে বলে সূত্রের মাধ্যমে জানা গিয়েছে। বুধবারের হাজিরা এড়ানো নিয়ে পরপর তিনবার ইডির হাজিরা এড়ালেন আপ নেতা।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আম আদমি পার্টি নেতারা সোশ্যাল মিডিয়ায় দাবি করছেন, আজ, বৃহস্পতিবারই ইডি আপ আহ্বায়ক ও দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেটার করতে পারে।
দিল্লির মুখ্যমন্ত্রী বুধবার তদন্তকারী সংস্থার দ্বারা জারি করা তৃতীয় সমন এড়িয়ে যাওয়ার পরে এই দাবিগুলি উঠতে শুরু করে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গত বছরের ২২ ডিসেম্বর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তৃতীয় সমন পাঠায়, দিল্লি আবগারি কেলেঙ্কারি মামলায় তাঁকে এই সমন পাঠানো হয়, ওই সামনে তাঁকে ৩ জানুয়ারী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে উপস্থিত হতে বলা হয়। তবে সমন পেলেও হাজিরায় যাননি কেজরিওয়াল।
দিল্লির মুখ্যমন্ত্রীকে প্রথমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ২ নভেম্বর হাজিরায় উপস্থিত হওয়ার জন্য ডেকেছিল কিন্তু নোটিশটি “অস্পষ্ট, উদ্দেশ্যপ্রণোদিত এবং আইনসঙ্গত নয়” বলে অভিযোগ করে তিনি হাজিরায় যাননি। তখন তিনি আরও অভিযোগ করেছিলেন যে উল্লিখিত সমনগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে ইচ্ছাকৃত ভাবে এই নোটিশ দেওয়া হচ্ছে বলেও আপের তরফে অভিযোগ করা হয়েছে।
❤ Support Us